Roman Starovoit: বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজের মাথায় গুলি করলেন পুতিনের মন্ত্রী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৪১: রাশিয়ার সদ্য-প্রাক্তন পরিবহন মন্ত্রী (Transport Minister) রোমান স্তারোভোইত (Roman Starovoit) নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) তাঁকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতী হন তিনি, এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফৎ। নিজের গাড়ির ভেতর তার মরদেহ উদ্ধার হয় মস্কোর মিয়াকিনিনো (Myakinino) গ্রামে। তার দেহের কাছেই পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র (firearm), যা তিনি নাকি বরখাস্ত হওয়ার পর পুরস্কার হিসেবে পেয়েছিলেন।
২০২৪ সালের মে মাসে পরিবহন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন স্তারোভোইত। এর আগে তিনি প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের (Kursk Region) গভর্নরের দায়িত্ব পালন করেন। তবে পরিবহন মন্ত্রী হিসেবে মাত্র এক বছরেরও কম সময়ে তার পদচ্যুতি ঘটে।
রাশিয়ার সরকারি তথ্য পোর্টালে (legal information portal) প্রকাশিত রাষ্ট্রপতি পুতিনের ডিক্রিতে স্তারোভোইতের বরখাস্ত হওয়ার কোনও কারণ উল্লেখ করা হয়নি। যদিও পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, সম্প্রতি রাশিয়ার এভিয়েশন ও শিপিং (aviation and shipping) ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিপর্যয় দেখা দিয়েছে।
বরখাস্তের কয়েকদিন আগেই, জুলাই ৫-৬ তারিখে ইউক্রেনীয় ড্রোন হামলার (Ukrainian drone attacks) হুমকির জেরে রাশিয়ার একাধিক বড় এয়ারপোর্টে প্রায় ৩০০টি ফ্লাইট উড়তে দেওয়া হয়নি। পাশাপাশি, লেনিনগ্রাদ ওবলাস্টের (Leningrad Oblast) উস্ট-লুগা বন্দরে (Ust-Luga port) এক ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে অ্যামোনিয়া (ammonia) লিক হয়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়।
এই ঘটনাগুলোর ফলে পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়, এবং অনেকের মতে সেটাই স্তারোভোইতের হঠাৎ অপসারণের নেপথ্যে প্রধান কারণ হতে পারে। বর্তমানে নভগোরদ অঞ্চলের (Novgorod Region) প্রাক্তন গভর্নর আন্দ্রে নিকিতিনকে (Andrei Nikitin) অস্থায়ী পরিবহন মন্ত্রী (acting Transport Minister) হিসেবে নিয়োগ করেছে ক্রেমলিন (Kremlin)।
স্তারোভোইতের মৃত্যুর ঘটনাকে ঘিরে রাশিয়ার রাজনৈতিক পরিসরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে: তিনি কী নিজের ব্যর্থতার চাপে এই পথ বেছে নিলেন, না কী এর পেছনে আরও গভীর কোনও রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে?