৪২ কোটি টাকার আংটি উপহার! রোনাল্ডো-জর্জিনার বাগদানে চমকে গেল বিশ্ব

এই মহাতারকা এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

August 12, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: বিশ্ব ফুটবলের এক অবিস্মরণীয় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। এই মহাতারকা এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন পর্তুগিজ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আঙুলে ঝলমলে আংটি পরে রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন জর্জিনা। আংটির ছবিটি প্রকাশ হতেই বিশ্বজুড়ে ‘সি আর সেভেন’ ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।

আংটিটি দেখতে যেন রাজকীয় —প্রায় ৫ সেন্টিমিটারেরও বেশি দৈর্ঘ্যের এই আংটির কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশালাকার ওভাল-শেপ ডায়মন্ড, যার দুই পাশে বসানো আছে দু’টি ছোট হিরে। বিশেষজ্ঞদের অনুমান, মূল হিরেটি হতে পারে ১৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে, আর দু’পাশের পাথর প্রায় ১ ক্যারেট করে। উচ্চ মানের ও বিশাল আকারের এই হীরার বাজারমূল্য ২০ লাখ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় ( প্রায় ₹১৬.৮ কোটি) থেকে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ₹৪২ কোটি) পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন গয়না বিশেষজ্ঞরা।

বিখ্যাত জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ডের মতে, মূল হিরেটি প্রায় ২৫–৩০ ক্যারেটের হতে পারে। ফ্রাঙ্ক ডার্লিং জুয়েলারির প্রতিষ্ঠাতা কেগান ফিশার মনে করেন, এর দুই পাশের পাথরও প্রায় ১ ক্যারেটের। লরেল ডায়মন্ডসের লরা টেলর জানিয়েছেন, ন্যূনতম দাম ২০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে রেয়ার ক্যারাটের সিইও অজয় আনন্দ মূল্য ধরেছেন সর্বোচ্চ ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত।

বাগদানের ঘোষণা দিয়ে জর্জিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— “Yes, I do. In this and in all my lives.” এই মিষ্টি বার্তায় রোনাল্ডোকেও ট্যাগ করেছেন তিনি।

রোনালদো ও জর্জিনার প্রেমের শুরু ২০১৬ সালে, যখন জর্জিনা মাদ্রিদের একটি গুচ্চি স্টোরে কাজ করতেন। ২০১৭ সালে দু’জন প্রথম একসঙ্গে প্রকাশ্যে আসেন ফিফা বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। এরপর থেকে তাদের সম্পর্ক অটুট থেকেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen