বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগুনে ফর্মে রোনাল্ডো, অ্যাসিস্টের রেকর্ডে মেসিও উজ্জ্বল

October 15, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: বিশ্বকাপ বাছাই পর্বে যেন নিজের পুরনো ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলের পর গোল করে পর্তুগালকে ২০২৬ সালের বিশ্বকাপের আরও এক ধাপ কাছে নিয়ে গেলেন এই তারকা ফুটবলার। হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে শুধু দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্টই এনে দিলেন না, ব্যক্তিগত রেকর্ড বইতেও লিখলেন নতুন অধ্যায়। আন্তর্জাতিক বাছাই পর্বে সর্বাধিক গোলদাতা হিসেবে এবার এককভাবে শীর্ষে রোনাল্ডো।

ঘরের মাঠে প্রথমে হাঙ্গেরির কাছে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। মাত্র ৮ মিনিটেই এগিয়ে যায় প্রতিপক্ষ, গোল করেন আত্তিলা সালাই। তবে রোনাল্ডো যেন এরই মধ্যে নিজের ছন্দ খুঁজে পান। ২২ মিনিটে নেলসন সেমেদোর পাস থেকে গোল করে সমতা ফেরান তিনি। প্রথমার্ধের সংযুক্ত সময়ে নুনো মেন্দেসের ক্রসে হেডে দ্বিতীয় গোল করে পর্তুগালকে এগিয়ে দেন সিআর৭। কিন্তু শেষ মুহূর্তে ডমিনিক সবোজলাইয়ের গোলে সমতা ফেরায় হাঙ্গেরি, ফলে ২-২ গোলে শেষ হয় লড়াই।

এই ম্যাচে জোড়া গোলের পর রোনাল্ডোর বিশ্বকাপ বাছাই পর্বে গোল সংখ্যা দাঁড়াল ৪১—যা ইতিহাসে সর্বাধিক। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে পেছনে ফেলে এখন এই তালিকার শীর্ষে তিনি। সব মিলিয়ে তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৪৭, অর্থাৎ বহু প্রতীক্ষিত ১০০০ গোলের মাইলফলক আর খুব দূরে নয়। বয়স সত্ত্বেও ফিটনেস ও ধার বজায় রেখেই নিজের মতো করে ইতিহাস লিখে চলেছেন রোনাল্ডো।

অন্যদিকে ফ্রেন্ডলি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছেআর্জেন্টিনা। পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও গোল পাননি মেসি, কিন্তু দুটি অ্যাসিস্ট করে গড়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে এখন তাঁর অ্যাসিস্ট সংখ্যা ৬০—যা সর্বোচ্চ। জোড়া গোল করেছেন ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ, একটি করে গোল গঞ্জালো মন্তিয়েলের ও আত্মঘাতী।

ইউরোপে যোগ্যতা অর্জন পর্বে টিকিট নিশ্চিত করে ফেলেছেইংল্যান্ড। হ্যারি কেনের জোড়া গোলে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা। অন্যান্য গোলদাতা অ্যান্থনি গর্ডন ও এবেরেচি এজে। এছাড়া ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা, কাতার, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল।

সবমিলিয়ে এখন পর্যন্ত ২৮টি দল নিশ্চিত করেছে তাদের স্থান ২০২৬ সালের বিশ্বকাপে। ইউরোপের বাছাই পর্বে শীর্ষে থেকে এগিয়ে চলেছে পর্তুগাল, ফর্মে উজ্জ্বল রোনাল্ডো। অন্যদিকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডও দেখাচ্ছে শক্তির পরিচয়। ফলে আগামীর বিশ্বকাপের উত্তেজনা এখন থেকেই তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen