ভারতে আসছেন রোনাল্ডো? ACL ২ তে মোহনবাগানের প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেল
গোয়া খেলবে আল নাসেরের সঙ্গে ফলে বিশ্ব ফুটবলের মহাতারকার রোনাল্ডোর ভারতে আসার কথা, তবে এর পিছনে অনেক জটিলতা রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.২১: বুধবার ছিল ‘এএফসি চ্যাম্পিয়নস লিগ ২’ ২০২৫-২৬–এর গ্রুপ বিন্যাস পর্ব। বৃহস্পতিবার ভারতের দুই প্রতিনিধি এফসি গোয়া ও মোহবাগানের ভাগ্য নির্ধারণ হয়ে গেল কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্র-এ। শুক্রবার হওয়া এই ড্র-এ এফসি গোয়া ও মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের গ্রুপের প্রতিপক্ষদের পেয়ে গেল।
সুপার কাপের শিরোপা জয়ের পরই এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এর প্লে-অফ রাউন্ডে জায়গা পায় এফসি গোয়া। সেখানে ওমানের আল সিব ক্লাবকে ২-১ গোলে হারিয়ে তারা গ্রুপ পর্বে নিশ্চিত জায়গা করে নেয়। গ্রুপ ডি-তে ‘গৌরস’-দের সামনে অপেক্ষা করছে এশিয়ার শক্ত প্রতিপক্ষরাগোয়া রয়েছে গ্রুপ ‘ডি’ তে, সেই গ্রুপে রয়েছে রোনাল্ডোর দল সৌদি আরবের আল নাসর ক্লাব, ইরাকের আল জওরাআ এসসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকল। স্বভাবত গোয়া খেলবে আল নাসেরের সঙ্গে ফলে বিশ্ব ফুটবলের মহাতারকার রোনাল্ডোর ভারতে আসার কথা, তবে এর পিছনে অনেক জটিলতা রয়েছে। আল নাসেরের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছে তাতে বাইরের দেশে ম্যাচ খেলতে তিনি যাবেন না। এর ফলে এখনও অব্দি যা খবর তাঁর ভারতে আসা হচ্ছে না। এশীয় ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করতে এই ম্যাচগুলো এফসি গোয়ার জন্য হতে চলেছে বড় পরীক্ষা।
অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট সরাসরি গ্রুপ পর্বে জায়গা পেয়েছে গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জেতার সুবাদে। সবুজ-মেরুন শিবিরের গ্রুপ সি-তে রয়েছে ইরানের ফুলাদ মোবারাকে সেপাহান এসসি, জর্ডানের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি। প্রতিপক্ষরা সবাই অভিজ্ঞ ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ পরিচিত নাম , ফলে মোহনবাগানের জন্যও এই চ্যালেঞ্জ হবে যথেষ্ট কঠিন।
দুই দলই জানে, এই টুর্নামেন্টে সাফল্য পেতে গেলে শুধু দক্ষতাই নয়, প্রয়োজন ধারাবাহিকতা, কৌশলগত শৃঙ্খলা ও মানসিক শক্তি। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ভারতীয় ক্লাব ফুটবলের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ এনে দেয়। এফসি গোয়া ও মোহনবাগান— দুই দলের জন্যই এশিয়ার বড় ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা মানে অভিজ্ঞতা সঞ্চয়, খেলার মান উন্নত করা এবং সমর্থকদের প্রত্যাশা পূরণের লড়াই।