লকডাউনে দিল্লি থেকে রাজ্যে আসা ৮ RPF কর্মী করোনা আক্রান্ত, প্রশ্ন তুললেন ডেরেক

রাজ্যে কয়েকজন আরপিএফ কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কার নির্দেশে সেই কর্মীদের লকডাউনের সময়ে দিল্লি থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

April 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে কয়েকজন আরপিএফ কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কার নির্দেশে সেই কর্মীদের লকডাউনের সময়ে দিল্লি থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার ডেরেক বলেন, ‘খুব উদ্বগেজনক খবর। বাংলায় ৯জন আরপিএফ কর্মীর করোনা ধরা পড়েছে। খড়গপুরে ৬ জন, মেচেদা/উলুবেড়িয়াতে ১ জন করে। তাঁরা সকলেই ১৪ এপ্রিল ট্রেনে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন। লকডাউন চলাকালীন কী করে তাঁরা ট্রেনে ভ্রমণ করছিলেন? কারা তাঁদের পাঠিয়েছেন? স্ক্রিনিং? কত লোকের সঙ্গে দেখা হয়েছিল?’

লকডাউনে দিল্লি থেকে রাজ্যে আসা ৮ RPF কর্মী করোনা আক্রান্ত, প্রশ্ন তুললেন ডেরেক

এর আগে, রাজ্যে আরপিএফ-এ নতুন করে ৮ জওয়ানের করোনা পজিটিভ ধরা পড়ে। এই নিয়ে খড়গপুরে তীব্র আতঙ্ক তৈরি হয়। জানা গিয়েছে, ৮ জওয়ানের মধ্যে একজন উলুবেড়িয়া, একজন মেচেদার এবং ৬ জয় খড়গপুর টিভি হাসপাতালে কোয়ারানটিনে ভর্তি রয়েছেন।

রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত করোনায়। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। আক্রান্তদের শতকরা ৮০ ভাগই কলকাতার বাসিন্দা বলে শুক্রবার নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen