ছবি মুক্তির দুদিনেই ৩৫০ কোটি আয়! সব রেকর্ড ভাঙল ‘ট্রিপল আর’

তেলুগু ছবির দুই মহারথীকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছেন এস এস রাজামৌলি

March 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তেলুগু ছবির দুই মহারথীকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছেন এস এস রাজামৌলি, সঙ্গে রয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা, তাঁদের জয় কে আটকায়! আটকানো সম্ভবও হন না, তাঁরা এলেন, দেখলেন, জয় করলেন। শুক্রবার রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট অভিনীত রাইস রোর রিভোল্ট অর্থাৎ ট্রিপল আর মুক্তি পায়।

প্রথমদিনে রাজামৌলি নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন। শুক্রবার সারা বিশ্বজুড়ে ২২৩ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি। হিন্দি ভাষায় এই ছবির প্রথম দিনের আয় ১৮ কোটি টাকা, যা দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় ২৬.৫ কোটি টাকায়। অন্যদিকে তেলুগু ভাষায় এই ছবি দ্বিতীয় দিনে ব্যবসা করেছে ৩২ কোটি। এছাড়া অন্য ভাষায় ও সারা বিশ্বে এই ছবির আয় ১১০ কোটি টাকা। 

সবমিলিয়ে দুদিনে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যবসা করেছে ট্রিপল আর। তামিল, তেলুগু, মালায়ালম, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ভাটের পাশাপাশি এই ছবিতে একটি ক্যামিও রোলে রয়েছেন অজয় দেবগণ। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen