জ্বালানি বিক্রি করতে লিটার প্রতি ১৪ টাকা ক্ষতি, মোদী সরকারের ওপর ক্ষুব্ধ তেল সংস্থাগুলি

বেসরকারি সংস্থাগুলির দাবি দেশের বাজারে তাদেরকে পেট্রলে ১৪ থেকে ১৮ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ডিজেলের ক্ষেত্রে তাদের প্রতি লিটারে ক্ষতি হচ্ছে ২০-২৫ টাকা। এই ক্ষতি থেকে বাঁচাতে তারা কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে।

June 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কেবলমাত্র সাধারণ মানুষই নয়, জ্বালানির মূল্য বৃদ্ধিতে নাজেহাল বেসরকারি তেল সংস্থাগুলিও। বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি বেসরকারি তেল সংস্থাগুলির। এই বিষয়ে দ্রুত কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে সংস্থাগুলি।

উল্লেখ্য,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। যুদ্ধের আগে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৯০ ডলারের কাছাকাছি, যুদ্ধ শুরু হওয়ার পরে প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ১২০ ডলার। এখন অবশ্য এই দাম কিছুটা কমে হয়েছে ১১২ ডলার প্রতি ব্যারেল। বেসরকারি সংস্থাগুলির দাবি দেশের বাজারে তাদেরকে পেট্রলে ১৪ থেকে ১৮ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ডিজেলের ক্ষেত্রে তাদের প্রতি লিটারে ক্ষতি হচ্ছে ২০-২৫ টাকা। এই ক্ষতি থেকে বাঁচাতে তারা কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে।

দেশে অবশ্য বেশ কিছুদিন ধরে পেট্রল-ডিজেলের দাম স্থির রয়েছে। গত ২৪ দিন ধরে কলকাতায় পেট্রল-ডিজেলের দাম একই রয়েছে। কলকাতায় এখন পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকা প্রতি লিটার এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকা প্রতি লিটার দরে।

দেশের মেট্রো শহরগুলির মধ্যে জ্বালানি তেল এখন সবচাইতে সস্তা দিল্লিতে। এই শহরে এক লিটার পেট্রলের দাম ৯৬.৭২ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। আর সবচাইতে বেশি দাম মুম্বইতে। সেখানে এক লিটার পেট্রলের দাম ১১১.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৯৭.২৮ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen