গুজরাতে ১০টি বেনামি রাজনৈতিক দলের ক্যাশবাক্সে চার বছরে ঢুকেছে ৪ হাজার ৩০০ কোটি টাকা! উঠছে প্রশ্ন
নির্বাচন কমিশনের খাতায় এই দলগুলির অস্তিত্ব থাকলেও, তাদের নাম ক’জন জানে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১০: গুজরাতে ১০টি বেনামি রাজনৈতিক দলের ক্যাশবাক্সে চার বছরে ঢুকেছে ৪ হাজার ৩০০ কোটি টাকার বিশাল অনুদান! নির্বাচন কমিশনের খাতায় এই দলগুলির অস্তিত্ব থাকলেও, তাদের নাম ক’জন জানে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সালের মধ্যে অপরিচিত ১০টি রেজিস্টার্ড দল মোট ৪ হাজার ৩০০ কোটি টাকা অনুদান পেয়েছে। এই সময়ের মধ্যে ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচন হয়েছে। এই তিনটি ভোটে ওই দলগুলি মোট ৪৩টি প্রার্থী দিয়েছে। তাদের মোট প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৬৯। এই প্রার্থীদের নির্বাচনী রিপোর্টে দেখা যাচ্ছে, খরচ হয়েছে মাত্র ৩৯.০২ লক্ষ টাকা। অথচ, দলগুলির অডিট রিপোর্টে খরচ দেখানো হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।
আর এই প্রতিবেদন নিয়েই বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া পোস্টে লোকসভার বিরোধী দলনেতার প্রশ্ন, এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এসেছে? কারা এই দলগুলিকে চালাচ্ছে? এই অনুদানের টাকা কোথায় গেল? কমিশন কি তদন্ত করবে? নাকি হলফনামা চাইবে? যদিও এবিষয়ে নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী, এই ১০টি দলের মধ্যে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে লোকশাহি সত্তা পার্টি (১ হাজার ৪৫ কোটি টাকা)। এই দলগুলির তালিকায় থাকা নিউ ইন্ডিয়া ইউনাইটেড পার্টির প্রাপ্ত অনুদান ৪০৭ কোটি টাকা।