রাজনৈতিক দল নয় RSS নীতিকে সমর্থন করে’, বিস্ফোরক সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

November 9, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৫:RSS কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না, তারা কেবল নীতিকে সমর্থন করে, এমনই দাবি করলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সঙ্ঘের শতবর্ষ উপলক্ষ্যে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন সঙ্ঘ প্রধান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায়, ‘আমরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না, ভোটের রাজনীতিতে অংশ নিই না। সমাজকে ঐক্যবদ্ধ করার কাজ করে সঙ্ঘ, কিন্তু রাজনীতি বিভাজনের।’

বিজেপির সঙ্গে সঙ্ঘের সম্পর্ক প্রসঙ্গে ভাগবত বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘‘আমরা নীতিকে সমর্থন করি। উদাহরণ হিসেবে ধরুন, অযোধ্যায় রামমন্দির চেয়েছিলাম। তাই স্বয়ংসেবকেরা সেই দলকে ভোট দিয়েছে, যারা মন্দির নির্মাণের পাশে দাঁড়িয়েছিলেন। কংগ্রেস যদি সমর্থন করত, স্বয়ংসেবকেরা তাদের ভোট দিতেন।’’

তিনি সাফ জানান, কোনও দলের প্রতি বিশেষ অনুরাগ নেই সঙ্ঘের। কোনও দল তাদের নয়, আবার সব দলই তাদের, কারণ সবই ভারতীয় দল। রাজনীতি নয়, রাষ্ট্রনীতিতে বিশ্বাস করে সঙ্ঘ। ভাগবত আরও জানান, দেশের জন্য তাদের একটি দিশা রয়েছে। যারা দেশকে সেই দিশায় নিয়ে যাবে, তাদেরই সমর্থন করবে সঙ্ঘ।

সঙ্ঘপ্রধানের এমন কথার অর্থ কী? রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি এবং আরএসএসের মধ্যে আরও জোরালো হয়েছে ফাটল। মনে করা হয়, মোদী-শাহ শিবিরকে খুব একটা পছন্দ করে না সঙ্ঘ। এমনকী মোদীর দলের চেয়ে বড় হয়ে ওঠা, নাড্ডার বিজেপিকে স্বয়ংসম্পূর্ণ বলা ইত্যাদিকে ভাল চোখে দেখেনি সঙ্ঘের শীর্ষকর্তারা। তারপরই বিজেপির মাথা থেকে ছায়া সরিয়ে নেয় সঙ্ঘ। এক ধাক্কায় ২০২৪-র ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি! তারপরেও ৭৫ বছরে অবসরের কথা বলে মোদীকে হুঁশিয়ারি দেওয়া, বিজেপির সভাপতি মনোনীত করার ক্ষেত্রে অনন্ত কালবিলম্ব এসবই ফাটলের ইঙ্গিত। ভাগবতের সাম্প্রতিক কথাতেও কি সেই ফাটলের ছবি ধরা পড়ল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen