COVID: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক RT-PCR টেস্ট
শুধু মন্ত্রীরা নন, মোদীর যেকোনও সভা বা সমাবেশ মঞ্চে উপস্থিত থাকা সমস্ত সরকারি আধিকারিকদেরও এই RT-PCR টেস্ট করা বাধ্যতামূলক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৪: দেশজুড়ে ফের বাড়ছে করোনা (COVID) সংক্রমণ। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে যদি কোনও মন্ত্রী (Minister) সাক্ষাৎ করতে চান, তবে তাঁর RT-PCR টেস্ট করানো বাধ্যতামূলক (Mandatory) করা হয়েছে।
শুধু মন্ত্রীরা নন, মোদীর যেকোনও সভা বা সমাবেশ মঞ্চে উপস্থিত থাকা সমস্ত সরকারি আধিকারিকদেরও এই RT-PCR টেস্ট করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁরা ঘনিষ্ঠ সংস্পর্শে থাকবেন, তাঁদের ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।
বুধবার (June 11) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩জন কেরালা (Kerala), ২জন কর্ণাটক (Karnataka) ও ১জন মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন দিল্লির প্রায় ৭০ জন বিজেপি (BJP) নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে রয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী (Chief Minister), ৭জন সাংসদ (MP) ও সমস্ত বিধায়ক (MLA)। তাঁদের সকলকেই RT-PCR টেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
এদিকে বাড়তে থাকা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্র দেশজুড়ে চালু করেছে ‘মক ড্রিল’ (Mock Drill)। এর মাধ্যমে হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন যথেষ্ট পরিমাণে অক্সিজেন (Oxygen), আইসোলেশন বেড (Isolation Beds), ভেন্টিলেটর (Ventilator) এবং প্রয়োজনীয় ওষুধ (Essential Drugs) মজুত রাখা হয়।
কোভিডের বিরুদ্ধে ফের একবার সক্রিয় কেন্দ্র, আর তাই নতুন করে শুরু হয়েছে সাবধানতা অবলম্বনের পর্ব। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সতর্কতা ও দায়িত্বশীলতা – এই দুই’ই একমাত্র পথ।