রুবি থেকে বেলেঘাটা মেট্রো ছুটবে চলতি মাসেই

রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ

April 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি মাসের শেষেই চালু হতে চলেছে কলকাতার আরও একটি নতুন রুটে মেট্রো পরিষেবা। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন হতে পারে এই মেট্রো পথের।

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলবে। যদিও এই অংশের নিউ গড়িয়া থেকে রুবি মোর ৫.৪ কিলোমিটার পথ বাণিজ্যিক ভাবে চালু হয়েছে মেট্রো পরিষেবা। এবার পালা রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের।

এই রুটের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। আরভিএনএল সূত্র থেকে জানা গিয়েছে যে, এই মাসের ২৪ এপিল এই রুটের ৪.৫ কিলোমিটার রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত মেট্রোর অরেঞ্জ লাইন। এই রুটের মোট পথ ৩২ কিলোমিটার। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার আপাতত পরিষেবা চালু রয়েছে। বাকি এই ৪.৫ কিলোমিটার অংশ খুলে গেলে মেট্রো যাত্রীদের জন্য চালু হয়ে যাবে মোট ৯.৯ কিলোমিটার পথ। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক ভাবে পরিষেবা শুরু হয়ে গেলে কলকাতা মেট্রোর দীর্ঘতম ৩২ কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের মোট ৯.৯ কিলোমিটার অংশে মেট্রো ছুটবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen