বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে রূপাঞ্জনা বললেন, মনে হচ্ছে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি!

২০১৯ লোকসভা নির্বাচনের পর, জুলাই মাসেই বাঙালি নেতা-অভিনেতাদের অনেকেই তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না বলে উড়ে গিয়েছিলেন দিল্লি।

July 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৭: ২০১৯ লোকসভা নির্বাচনের পর, জুলাই মাসেই বাঙালি নেতা-অভিনেতাদের অনেকেই তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না বলে উড়ে গিয়েছিলেন দিল্লি। যোগ দিয়েছিলেন বিজেপি-তে। সে দলে রূপাঞ্জনা মিত্র সঙ্গেই ছিলেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে।

এবার রূপাঞ্জনা মিত্র ফিরে এলেন তৃণমূলে। শুধু ফিরলেনই না বললেন, “মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি।” অথচ তিনিই একসময় বলেছিলেন, বিজেপি-তে যোগ দিয়েছেন বলে হুমকি পাচ্ছেন তৃণমূলের তরফে। কাজ পাচ্ছেন না বলেও দাবি করেছিলেন। পরে অবশ্য বিজেপি-তে থেকেও রাজনীতি করা সম্ভব নয় বলে সে দল ছেড়েছেন তিনি। গত ডিসেম্বরেই রূপাঞ্জনা ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলে ফেরার। জানিয়েছিলেন, তাঁদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল। তিনি তাই আর সেখানে থাকতে পারছেন না।

সোমবার, ২১ জুলাই তৃণমূলের ‘শহীদ স্মরণ’ মঞ্চে যোগ দিলেন রূপাঞ্জনা মিত্র। বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার ডট কমকে রূপাঞ্জনা বলেছেন, “পাঁচ বছর রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম। ‘ঘর ওয়াপসি’র পর মনে হচ্ছে যেন স্বর্গ। কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”

তিনি সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। বলতে বলতে তৃপ্তির হাসি রূপাঞ্জনার ঠোঁটে, “দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি। এ বারও তা-ই করব।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen