৪০০ মানুষের আশ্রয় নেওয়া ইউক্রেনীয় স্কুলে রুশ বোমা বর্ষণ!

ইউক্রেনে রাশিয়ার ধ্বংসলীলা অব্যাহত

March 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইউক্রেনে রাশিয়ার ধ্বংসলীলা অব্যাহত। যুদ্ধের আজ ২৫তম দিন। এবং আজও ইউক্রেনের সাধারণ নাগরিকদের উপর নির্বিচারে হামলা করল রুশ বাহিনী। এই পরিস্থিতিতে জানা গিয়েছে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে এক আর্ট স্কুলে রাশিয়ার সেনা বোমা বর্ষণ করেছে। সেই স্কুলে ৪০০ জন শরণার্থী আশ্রয় নিয়েছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে রুশ বোমা বর্ষণে মাটিতে মিশে গিয়েছে স্কুল ভবনটি। মনে করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন এখনও। উদ্ধারকাজ জারি রয়েছে। এর আগে গতকালই মারিউপোলের একটি থিয়েটারে রাশিয়া বোমা বর্ষণ করেছিল। সেখানেও ১৩০ জন সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছিল বলে জানা গিয়েছিল।

উল্লেখ্য, আজভ সাগরের পাড়ে অবস্থিত মারিউপোল খুবই তাতপর্যপূর্ণ একটি শহর। সেই শহর দখলের জন্য নির্বিচারে জনসাধাধারণের উপর হামলা চালিয়ে চলেছে রুশ সামরিক বাহিনী। এই শহরের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রুশ বাহিনী। খাদ্য সরবরাহ বন্ধ হয়েছে। নেই জল। এই শহর থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার করতে একাধিকবার মানবিক করিডোরের কথা হয়েছে। কয়েকবার তা কার্যকরও হয়েছে। তা সত্ত্বেও এখনও বহু মানুষ আটকে এই শহরে। আর এরই মধ্যে রুশ সামরিক বাহিনী নির্বাচারে সব স্থাপনার উপর হামলা চালাতে থাকছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে মারিউপোল দখলের এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে। ইতিহাসে এই যুদ্ধকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখা হবে বলে দাবি করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen