ইউক্রেনে দায়িত্বজ্ঞানহীন হত্যাকাণ্ড ঘটাচ্ছে রাশিয়া, মন্তব্য পোপ ফ্রান্সিসের

কখনও ধেয়ে আসছে গোলা, কামান, কখনও আবার গুলির শব্দে কেঁপে উঠছে আকাশ-বাতাস।

March 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Khaleej Times

 ২৫ তম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine Conflict)। সংঘর্ষে আঁচ নেভা দূরঅস্ত, দিনদিন আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে চলেছে রুশ সেনা। প্রাণের তাগিদে এর মধ্যেই বহু মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন, ভিনদেশের আশ্রয়ে গিয়ে জুটেছে শরণার্থী (Refugee) তকমা। ছিন্নভিন্ন শৈশবও। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি শিশু উদ্বাস্তু হয়ে গিয়েছে। রুশ সেনার গুলি, বোমায় জখম অবস্থায় নানা দেশের হাসপাাতালে ভরতি তারা। রোমে তেমনই এক হাসপাতালে জখম ইউক্রেনীয় শিশুদের দেখতে আচমকাই হাজির হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। শিশুদের স্পর্শ করে আশীর্বাদের পাশাপাশি তাদের জন্য প্রার্থনা করলেন, আশ্বাস দিলেন অভিভাবকদের। আর ‘যুদ্ধবাজ’ তকমা দিয়ে রাশিয়ার নিন্দায় মুখর হলেন।

কখনও ধেয়ে আসছে গোলা, কামান, কখনও আবার গুলির শব্দে কেঁপে উঠছে আকাশ-বাতাস। দখলদারির যুদ্ধে রুশ আগ্রাসন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফুলের মতো নিষ্পাপ শিশুদেরও রেয়াত করছে না। ছোটদেরও বাস্তুচ্যুত হতে হচ্ছে। কখনও বা যুদ্ধাস্ত্র কেড়ে নিয়েছে কারও হাত-পা, কারও বাকশক্তি হারিয়েছে। এই অবস্থায় তারা ভিনদেশের নানা হাসপাতালে চিকিৎসাধীন। রোমের ভ্যাটিকানের হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিশু। তাদের মধ্যে একজন ক্যানসার আক্রান্ত। পোপ ফ্রান্সিস হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। সেখানে দাঁড়িয়েই প্রার্থনা করেন।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে নানা মুনির নানা মত। এবার শান্তিকামী পোপও তা নিয়ে মুখ খুললেন। আসলে হাসপাতালের শিশুদের দেখেই তিনি আরও মরমে উপলব্ধি করলেন যে পরিস্থিতি ঠিক কতটা সঙ্গীন। রাশিয়ার ভূমিকায় কড়া ভাষায় নিন্দা করলেন। তাঁর কথায়, ইউক্রেনে দায়িত্বজ্ঞানহীন হত্যাকাণ্ড ঘটাচ্ছে রাশিয়া। তারা অত্যন্ত ঝগড়াবাজ। বিশ্ব শান্তির স্বার্থে তাদের থামানো দরকার। রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত প্রার্থনাসভায় সকলেই শান্তির বার্তা দিয়ে বলেন, দিনদিন রাশিয়ার সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen