ইউক্রেনে আটকে বীরভূমের সিউড়ির যুবক, জেলাশাসকের দ্বারস্থ বাবা

বর্তমান পরিস্থিতিতে কয়েকজন বন্ধু তার সঙ্গে রয়েছে কিভে। ঘনঘন পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। এখন কীভাবে ছেলে বাড়ি ফিরে আসবে সেই, আশঙ্কায় রয়েছেন শাহরুখের বাবা ও ভাই।

February 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হতেই বিশ্বজুড়ে অস্বস্তির পরিবেশ (Russia-Ukraine Conflict)। যুদ্ধের জেরে ইউক্রেনে আটকে রয়েছে প্রচুর ভারতীয় পড়ুয়া (Bengal Student Stuck in Kyiv)। তাঁদের মধ্যে কিছু ফিরে আসতে পারলেও আটকে রয়েছে অনেকেই। আটকে থাকা পড়ুয়াদের মধ্যে রয়েছে সিউড়ির সাজানোপল্লীর বাসিন্দা শাহরুখ সুলতান।

ইউক্রেনের রাজধানী কিভে মেডিক্যাল ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়ছে শাহরুখ। কিন্তু রাশিয়ার ইউক্রেন হামলায় স্তব্ধ ইউক্রেনের স্বাভাবিক জনজীবন। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের কিভে পড়াশোনা করলেও পরীক্ষা আর মাত্র তিন মাস বাকি ছিল। তার আগেই এই যুদ্ধ শুরু হওয়ায় উদ্বেগে শাহরুখও। বর্তমান পরিস্থিতিতে কয়েকজন বন্ধু তার সঙ্গে রয়েছে কিভে। ঘনঘন পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। এখন কীভাবে ছেলে বাড়ি ফিরে আসবে সেই, আশঙ্কায় রয়েছেন শাহরুখের বাবা ও ভাই।

শাহরুখ সুলতান ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পাস করে বীরভূম জেলা স্কুল থেকে। ছোটবেলাতেই শাহরুখ হারিয়েছে তাঁর মাকে। মায়ের অবর্তমানে ভালবাসা দিয়ে কোলে পিঠে তাকে মানুষ করে বাবা আফতাবউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক অভিযান শুরু হতেই তাঁর বাবার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তাই ছেলেকে যেন সুস্থভাবে ঘরে ফেরানো হয় সেই আবেদন নিয়ে জেলাশাসকের দফতরে হাজির হয়েছেন শাহরুখের বাবা আফতাবউদ্দিন। তিনি জানান, খুব আতঙ্কে আছি। এখন সব বিমান বন্ধ। ভারত সরকারের কাছে আবেদন সকলকে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে আসুক। আমার ছেলের মতো আরও যারা আছে তাঁদেরও ফিরিয়ে আনুক প্রশাসন। বীরভূমের জেলাশাসক বিধান রায় এই ব্যাপারটি জানিয়েছেন রাজ্য সরকারকে।

অন্যদিকে বীরভূম জেলা স্কুলের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল শাহরুখ স্বাভাবিকভাবেই প্রাক্তন ছাত্রের বাড়ি ফেরার অপেক্ষায় বীরভূম জেলা স্কুলের শিক্ষকরা। এছাড়াও প্রতিটি মুহূর্তে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen