লড়াই চলাকালীন রাশিয়ান ব্রিগেড কম্যান্ডারকেই আক্রমণ রুশ সেনার

এক পশ্চিমী আধিকারিক বলছেন, এই ঘটনা প্রমাণ করছে রাশিয়ান সেনাদের মধ্যে মনোবল তলানিতে পৌঁছেছে।

March 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া।

যেমন হম্বিতম্বি শুরু করেছিল পুতিনের দেশ, গোটা বিশ্ব ভেবেছিল দিন কয়েকে ইউক্রেন দখলে নিয়ে নেবে তারা। কিন্তু ভাবা যত সহজ করা ততটা নয়। এই পুরনো আপ্তবাক্যই ফের প্রমাণিত হচ্ছে। এটা ঠিক ইউক্রেন দেশটাকে প্রায় ভগ্নস্তূপে পরিণত করেছে পুতিনের সেনা, কিন্তু প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মাথা নত করেননি। তাঁর সেনাও লড়ে যাচ্ছে।

এর মধ্যেই এক অদ্ভুত খবর এল। লড়াই চলাকালীন এক রাশিয়ান ব্রিগেড কম্যান্ডারকে আক্রমণ করল তাঁরই সেনা। এই দাবি করেছে কিছু পশ্চিমী আধিকারিকরা। ৩৭তম মোটর রাইফেল ব্রিগেডের কম্যান্ডার ইয়ুরি মেদভেদেভকে ইচ্ছাকৃতভাবেই তাঁর সেনারা আক্রমণ করেছে বলে খবর। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ওই ইউনিটের বেশ কিছু সেনার প্রাণ গেছে বলে খবর। সেই রোষেই উলটে কম্যান্ডারকে আক্রমণ করে রুশ সেনারা। আক্রমণে কম্যান্ডারের প্রাণ গেছে বলে খবর। কিয়েভ থেকে মোটামুটি ৩০ মাইল দূরে মাকারিভ এলাকায় এই ঘটনা ঘটেছে। এই এলাকা আগে রাশিয়ান সেনার হাতে ছিল। কিন্তু এখন ফের ইউক্রেনের সেনার হাতে চলে এসেছে। এক পশ্চিমী আধিকারিক বলছেন, এই ঘটনা প্রমাণ করছে রাশিয়ান সেনাদের মধ্যে মনোবল তলানিতে পৌঁছেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen