Cancer Vaccine তৈরির দাবি রুশ বিজ্ঞানীদের, এবার কি হার মানবে মারণ রোগ?
মারণ রোগ ক্যানসারকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রচলিত কথা- “Cancer has no answer”।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪২: মারণ রোগ ক্যানসারকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রচলিত কথা- “Cancer has no answer”। তবে সেই ধারণাকেই ভাঙতে চলেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, ক্যানসারের প্রতিষেধক টিকা (Cancer Vaccine) আবিষ্কার হয়ে গিয়েছে এবং তা প্রয়োগের জন্যও প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা রুশ সংবাদ সংস্থা তাস-কে এই তথ্য জানিয়েছেন।
জানা গিয়েছে, টিকার নাম এন্টারোমিক্স (Enteromix)। কোভিড-১৯ ভ্যাকসিনের মতোই এটি তৈরি হয়েছে mRNA প্রযুক্তিতে। দুর্বল ভাইরাস ব্যবহার না করে, এই ভ্যাকসিন শরীরের কোষকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
ভেরোনিকার দাবি, বহু বছরের গবেষণার পর তৈরি এন্টারোমিক্স তিন বছর ধরে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে গেছে। সেখানে দেখা গিয়েছে, বারবার প্রয়োগেও টিকাটি নিরাপদ ও কার্যকর। কিছু ক্ষেত্রে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে কিংবা ধীর গতিতে বেড়েছে। প্রাণীর উপর পরীক্ষায় দেখা গেছে, টিকা প্রয়োগের পর তারাও সুস্থভাবে বেঁচে রয়েছে।
প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের লক্ষ্য বৃহদান্ত্রের ক্যানসার। পাশাপাশি দ্রুত-বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার গ্লিওব্লাস্টোমা, এবং গুরুতর ত্বকের ক্যানসার মেলানোমা, যার মধ্যে চোখে আক্রমণকারী ওকুলার মেলানোমাও রয়েছে- সেই সব ক্ষেত্রেও ভ্যাকসিন উন্নয়নের কাজ চলছে।
উল্লেখ্য, গত বছরই রুশ বিজ্ঞানীরা এই টিকাকে “শতাব্দীর সেরা আবিষ্কার” বলে ঘোষণা করেছিলেন। দাবি করা হয়েছিল, ২০২৫ সালের শুরু থেকেই বিনামূল্যে ক্যানসারের টিকা দেওয়া শুরু হবে। ২০২৪ সালের গোড়াতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ক্যানসার প্রতিরোধী টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন তাদের গবেষকরা। এখন প্রশ্ন, সত্যিই কি ক্যানসারের চিকিৎসায় কি এন্টারোমিক্স টিকাই হয়ে উঠবে যুগান্তকারী সমাধান? সময়ই তার উত্তর দেবে।