২৯ সেপ্টেম্বর পাড়ি দিচ্ছে কল্পনা চাওলার নামাঙ্কিত মহাকাশযান

সেইমতো নর্থরোপ গ্রুম্যান বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা প্রাক্তন মহাকাশচারী কল্পনা চাওলার নামে এনজি-১৪ সিগনাস স্পেসক্র্যাফ্টের নাম রাখতে পেরে গর্বিত।

September 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের মহাকাশে পাড়ি দেবেন কল্পনা চাওলা। না, সশরীরে নয়, চলতি মাসের শেষেই ভার্জিনিয়া স্পেস থেকে উৎক্ষেপিত হবে প্রথম ভারতীয় মহাকাশচারীর নামাঙ্কিত এরোস্পেস সংস্থা নর্থরোপ গ্রুম্যানের স্পেসক্র্যাফ্ট। এস এস কল্পনা চাওলার কৃতিত্বকে সম্মান জানিয়ে তাঁর নামে স্পেস স্টেশনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে এরোস্পেস সংস্থা নর্থরোপ গ্রুম্যান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এনজি-১৪ সিগনাস স্পেসক্র্যাফ্টের নাম রাখা হবে ডঃ কল্পনা চাওলার নামে। মহাকাশচারীদের সম্মান জানিয়ে মার্কিন এই সংস্থা তাদের নিত্যনতুন স্পেসক্র্যাফ্ট, মিশনের নাম রাখে। সেইমতো নর্থরোপ গ্রুম্যান বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা প্রাক্তন মহাকাশচারী কল্পনা চাওলার নামে এনজি-১৪ সিগনাস স্পেসক্র্যাফ্টের নাম রাখতে পেরে গর্বিত।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে তাঁর মহাকাশে যাওয়ার কৃতিত্ব রয়েছে। সেকারণেই চাওলাকে সম্মান জানাতে এই উদ্যোগ।’ আগামী ২৯ সেপ্টেম্বর ভার্জিনিয়া স্পেসের মিড-আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট (মার্স) ওয়ালপস আইল্যান্ড থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেবে ‘কল্পনা চাওলা’। মার্কিন এরোস্পেস সংস্থা আরও জানিয়েছে, মহাকাশ অভিযানে কল্পনা চাওলার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০০৩ সালের ১৬ জানুয়ারি স্পেট শাটল কলম্বিয়া চেপে মহাকাশে রওনা দিয়েছিলেন কল্পনা চাওলা। ছ’জন সঙ্গীকে নিয়ে পাড়ি দিয়েছিলেন কল্পনা। মিশন সফল করে ফেরার পথে ১লা ফেব্রুয়ারি ভয়বাহ দুর্ঘটনার কবলে পড়েছিল মহাকাশযানটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen