প্রোটিয়াদের ২১২ রানের টার্গেট দিল ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২১১ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া
December 19, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২১১ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ধারাবাহিকভাবে ভারতের উইকেট পড়তে থাকে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন সাই সুদর্শন। ৫৬ রান করেন অধিনায়ক কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন নানড্রে বার্গার। ভারতের ইনিংস শেষ হয় ৪৬.২ ওভারে ২১১ রানে।
অন্যদিকে ২টি করে উইকেট নেন বেউরান হেন্ডরিকস ও কেশব মহারাজ। ১টি করে উইকেট নিয়েছেন লিজার্ড উইলিয়ামস ও এইডেন মার্করাম। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২১২ রান।