মুর্শিদাবাদের দুই কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন সায়নী

কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী প্রকল্পের কড়া সমালোচনা করেন তিনি। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন।

September 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটপ্রচারে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার দুপুরে জঙ্গিপুরের কানুপুরে দলের প্রার্থী জাকির হোসেনের সমর্থনে প্রচারে এসে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। সায়নী বলেন, বাংলায় তৃণমূলের বিকল্প নেই। বিধানসভা ভোটে বাংলার মানুষ তা বুঝিয়ে দিয়েছেন। বাংলার মানুষ ভালো খেলেছেন। বাকি দু’রাউন্ড খেলায় বাংলার মানুষ দেখিয়ে দেবেন। তিনি আরও বলেন, আগামী দিনে দিল্লি যাবে হাওয়াই চটি। দিল্লির মসনদে বসবেন দিদি, আর চাওয়ালারা তৃণমূলের কাছ এসে চা বিক্রি করবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বলেন, জাকির হোসেনকে জেতানোর জন্য কাউকে আসার দরকার নেই। দিদির উন্নয়ন আর জাকরি সাহেবের মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি মানুষের হৃদয়ে আছেন। বিজেপি সহ বাকি দলের জমানত জব্দ হবে। এদিন নির্বাচনী প্রচার সভা থেকে সায়নী যুব কর্মীদের সক্রিয়ভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী প্রকল্পের কড়া সমালোচনা করেন তিনি। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন।

তিনি বলেন, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে বাংলা দখলের মরিয়া চেষ্টা করেছিল। ওরা বাংলায় গোল দেওয়ার দিবাস্বপ্ন দেখেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওদের দশ গোল দিয়ে দিয়েছেন। বিজেপি এখন দলীয় পতাকা লাগানোর জায়গা পাচ্ছে না। মানুষ ওদের ধান্দাবাজি ধরে ফেলেছে। ডেলি প্যাসেঞ্জারি করা নেতাদের করোনা পরিস্থিতিতে দেখা পাওয়া যায়নি। এবার দিল্লির মসনদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, সারা বছর মানুষের পাশে থাকি। আমাদের লক্ষ্য, রেকর্ড ভোটে জেতা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, আমাদের লক্ষ্য ভোটের জয়ের নিরিখে জঙ্গিপুর রাজ্যে সেরা হোক। সামশেরগঞ্জের জালাদিপুরে সভা করেন সায়নী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen