দলের প্রচার অসমে যাদবপুরের প্রার্থী তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী
চলতি লোকসভা নির্বাচনে বাংলার বাইরে অসম, উত্তরপ্রদেশ, মিজোরামেও প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস।
May 28, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দলের যুব শাখার নেত্রী হিসেবে গোটা বাংলা ছুটে বেড়াচ্ছেন সায়নী। পয়লা জুন তাঁর নিজের ভোট, তার আগে অসমে প্রচারে যাচ্ছেন সায়নী।
চলতি লোকসভা নির্বাচনে বাংলার বাইরে অসম, উত্তরপ্রদেশ, মিজোরামেও প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীর সমর্থনে এবার অসমে প্রচার করবেন যুব তৃণমূল সভানেত্রী তথা যাদবপুর কেন্দ্রের তারকা প্রার্থী সায়নী ঘোষ। আজ, মঙ্গলবার অসমে তিনটি জনসভা রয়েছে সায়নীর।