মানুষের বিপদে আপদে পাশে থাকতে ক্যুইক রেসপন্স টিম বানাচ্ছেন সায়নী
সাম্প্রতিক সময়ে একাধিকবার রাজ্যে হানা দিয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ।

দৈনন্দিন জীবনে সুখে-দুঃখে, বিপদেআপদে তো পাশে থাকেই কর্মীরা। এবার প্রাকৃতিক বিপর্যয়ের দিনে মানুষকে আরও বেশি পরিষেবা দিতে চাইছে শাসকদলের যুব সংগঠন। সেই লক্ষ্যেই পুরোদস্তুর ক্যুইক রেসপন্স টিম (Quick response team) বানানোর পরিকল্পনা করেছেন তৃণমূল যুব কংগ্রেসের (TMYC) নয়া রাজ্য সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh)। গোটা দেশের রাজনৈতিক দলগুলির বিচারে এ জাতীয় পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পার্টিই পথপ্রদর্শক। রাজ্যের সব জেলাতেই সংগঠনের কর্মীদের নিয়ে ওই বিশেষ টিম তৈরি করা হবে। তাঁদের কাছে থাকবে ঝড়, জল, বন্যায় কাজ করার প্রশিক্ষণ। ত্রাণ থেকে শুরু করে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার—সব কাজে সর্বদা প্রস্তুত থাকবে তাঁরা। সাম্প্রতিককালে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের পরেই বিষয়টি নেতৃত্বের মাথায় আসে। ইতিমধ্যে হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রাথমিকভাবে কাজ শুরু করেছে ওই টিম।
এ প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি সায়নী ঘোষ বলেন, ‘আমাদের মাথার উপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে রাজ্যজুড়ে একাধিক দুর্যোগের পরিস্থিতিতে যুব কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। আরামবাগ, নামখানার মতো এলাকার বাসিন্দাদের বিশেষভাবে পরিষেবা দিতে ক্যুইক রেসপন্স টিম বানানো হয়েছে। স্থানীয় যুব কর্মীরাই তা তৈরি করেছেন। আপৎকালে মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের সব এলাকায় ওই বিশেষ টিমকে ব্যবহারের বিষয়ে সাংগঠনিকস্তরে আলোচনা চলছে।’ হুগলির আরামবাগ লোকসভা যুব তৃণমূলের সভাপতি গোপাল রায় জানিয়েছেন, ‘সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোটাই যুব সংগঠনের আসল কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন। আর এই বিশেষ টিম তৈরির বিষয়টি আমাদের রাজ্য সভাপতি সায়নী ঘোষের ভাবনা। আরামবাগে ইতিমধ্যেই একাধিক দুর্যোগের পরিস্থিতিতে কুইক রেসপন্স টিম সাফল্যের সঙ্গে কাজ করেছে।’
সাম্প্রতিক সময়ে একাধিকবার রাজ্যে হানা দিয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ। সেই সময় মাঠে ময়দানে থেকে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে যুব তৃণমূলকর্মীরা। তখনই দেখা যায়, কিছুটা প্রশিক্ষণ থাকলে বন্যা পরিস্থিতি বা অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে আরও পরিষেবা দেওয়া যায়। এরপরই একটি প্রশিক্ষিত বিশেষ দল তৈরির ভাবনা নেতৃত্বের ভাবনায় আসে। এই পরিকল্পনাকে আরও উৎসাহিত করে সংগঠনের সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভূমিকা। সম্প্রতি রাজ্যজুড়ে বজ্রপাতে মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে বাড়ি বাড়ি ছুটে গিয়েছিলেন তিনি।
তখনই মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের পাশাপাশি দলের ভূমিকাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা আরও গতি পায়। এরপর রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে আরামবাগে কাজে নেমে পড়ে যুব কর্মীদের ক্যুইক রেসপন্স টিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রায় ছ’টি বিধানসভা এলাকায় উল্লেখযোগ্য কাজ করেছে তারা। তা দেখে উৎসাহিত রাজ্য নেতৃত্ব তাই এই প্রচেষ্টাকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।