পুজোর পরই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিলির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য
পুজোর পরই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিলির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে। তার আগেই ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার কাজ শেষ করতে তৎপর হয়েছে সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: পুজোর পরই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিলির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে। তার আগেই ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার কাজ শেষ করতে তৎপর হয়েছে সরকার।
তা না হলে নির্বাচনের আদর্শ আচরণবিধির গেরোয় আটকে যেতে পারে সাইকেল বণ্টন। গত বছরের সাইকেল দেওয়ার কাজ শুরু হয়েছিল এবছরের জানুয়ারিতে।
স্কুলগুলি পড়ুয়াদের তথ্য যাচাই শেষ করার পরই জানা যাবে, কত সাইকেলের বরাত দিতে হবে রাজ্যকে। গতবার প্রায় ১২ লক্ষ সাইকেল বিলি করা হয়েছিল। ধরে নেওয়া হচ্ছে, এবারও প্রায় একই সংখ্যক পড়ুয়া ‘সবুজসাথী’র সাইকেল পাবে।
জেলার এক আধিকারিক বলেন, “এবার অনেক আগেই এই প্রক্রিয়া শুরু হল। জুন মাসজুড়ে স্কুলে স্কুলে তথ্য যাচাইয়ের কাজ হবে। তারপর ছাত্রছাত্রীদের নাম নির্দিষ্ট পোর্টালে আপলোড করবেন আধিকারিকরা। একবারে সব করতে গেলে সার্ভার বসে যেতে পারে। তাই দিন ভাগ করে জেলাগুলিকে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”