ফিরল নাইনটিসের নস্টালজিয়া, ৬১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল শচীনের ইন্ডিয়ান লেজেন্ডস

শনিবার কানপুরের গ্রিন পার্কে প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়ান লেজেন্ডস।

September 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নাইনটিসের নস্টালজিয়া ফেরালো রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। ব্যাট হাতে বাইশ গজে নামলেন শচীন তেণ্ডুলকর, যুবরাজ সিং, সুরেশ রায়নারা। ইরফান পাঠান, মুনাফ প্যাটেলরা হাত ঘোরালেন। পথ সচেতনতা বাড়াতে ভারত সরকারের সড়ক পরিবহণ মন্ত্রকের উদ্যোগে এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু হয়েছে। কিংবদন্তি ক্রিকেটারা সেই সিরিজে খেলছেন। ১০ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারা। ওই ম্যাচ দিয়ে শুরু হল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। প্রথম ম্যাচেই জয় পেল শচীনের ইন্ডিয়ান লেজেন্ডস। ৬১ রানে ম্যাচ জিতল লিটিল মাস্টার ব্রিগেড।​

শনিবার কানপুরের গ্রিন পার্কে প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়ান লেজেন্ডস। মাস্টার ব্লাস্টার ওপেন করেন। দুটি বাউন্ডারিসহ ১৬ রানের ইনিংস ফের একবার ক্রিকেটপ্রেমীদের পুরনো মাস্টার ব্লাস্টারকে মনে করিয়ে দিয়েছে। ওপেনার নমন ওঝা ২১ রান করেন। সদ্য অবসর নেওয়া সুরেশ রায়না ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। এদিনের সেরা আকর্ষণ ছিল স্টুয়ার্ট বিনির ঝোড়ো ইনিংস, মাত্র ৪২ বলে ৮২ রান করেন তিনি। ১৫ বলে ৩৫ রানের মারকাটারি ইনিংস খেলেন ইউসুফ পাঠান। ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২১৭ রান তোলে ইন্ডিয়ান লেজেন্ডস।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস। অধিনায়ক জন্টি রোডস সর্বোচ্চ ৩৮ রান করেন। প্রসঙ্গত, কয়েক দিন পরই শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ। তার আগে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ উত্তেজনার পারদকে খানিক বাড়িয়ে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen