ভক্তদের নিজের Aadhar Card পাঠাবেন Sachin Tendulkar! কেন?
সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে (Reddit) মাস্টার ব্লাস্টার ‘আস্ক মি এনিথিং’ (Ask Me Anything) সেশনের আয়োজন করেছিলেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: এবার কি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) আধার কার্ড (Aadhar Card) দেখাতে হবে? সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে (Reddit) মাস্টার ব্লাস্টার ‘আস্ক মি এনিথিং’ (Ask Me Anything) সেশনের আয়োজন করেছিলেন। ভক্তরা তাঁকে নানা প্রশ্ন করেন। একজন ভক্ত মজার ছলে লেখেন, ‘আপনি সত্যিই সচিন তেন্ডুলকর তো? প্রমাণের জন্য একটা ভয়েস নোট পাঠান দেখি।’

উত্তরে নিজের ছবি শেয়ার করেন সচিন। তিনিই প্রশ্নের উত্তর দিচ্ছেন। এরপরই তাঁর রসিক মন্তব্য, “আধার কার্ডও পাঠাতে হবে নাকি?” সচিনের রসিক মন্তব্যে নেট দুনিয়ায় হাসির রোল। এদিন ব্যক্তি স্মৃতিচারণাও করেন তিনি। ইংল্যান্ড ব্যাটার জো রুট নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন সচিন, সেকথাও বলেন তিনি।
সম্প্রতি ভারতীয় দলের ইংল্যান্ড সফরে রুট ১৩ হাজার টেস্ট রান পূর্ণ করে ফেলেছেন, যা সচিনকেও অবাক করেছে। রসিকতা, তরুণ ক্রিকেটারদের প্রতি মুগ্ধতা, দুয়ে মিলে ফের একবার ফের একবার ভক্তদের স্মৃতি উসকে দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার সচিন রমেশ তেন্ডুলকর।