মুক্তি পেল ‘সড়ক টু’-এর ট্রেলার

তবে সিনেমা মুক্তির পরই জানা যাবে, আলিয়া, সঞ্জয়দের এই প্রচেষ্টা দর্শকদের কতটা ভাল লেগেছে।

August 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুক্তি পেল সড়ক টু-এর ট্রেলার। ২৮ অগাস্ট সিনেমা মুক্তির আগে ট্রেলার নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করে। সঞ্জয় দত্ত, আলিয়া ভাট এবং আদিত্য রয় কাপুরের এই সিনেমা কেমন হবে, তা নিয়ে তুমুল আগ্রহ বাড়তে শুরু করে সিনেমাপ্রেমীদের মধ্যে।

দেখুন…

সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর থেকে সড়ক টু নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। এমনকী, সড়ক টু-এর পোস্টার যখন মুক্তি পায়, সেই সময় থেকেই নেট জনতার একাংশের মধ্যে ভাট ক্যাম্পের এই ছবি নিয়ে শোরগোল পড়ে যায়। এমনকী, সুশান্তের মৃত্যুর জন্য স্বজনপোষণকে কাঠগড়ায় তুলে অনেকেই সড়ক টু দেখবেন না বলে মন্তব্য করতে শুরু করেন। তবে সিনেমা মুক্তির পরই জানা যাবে, আলিয়া, সঞ্জয়দের এই প্রচেষ্টা দর্শকদের কতটা ভাল লেগেছে। তবে তার আগে সড়ক টু-এর ট্রেলার নিয়েও নেটিজেনদের মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen