বকেয়ার জন্য ধর্নার মাঝে কলকাতায় কেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি? জোড় জল্পনা

শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রতিমন্ত্রীর।

October 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বকেয়ার জন্য ধর্নার মাঝে কলকাতায় কেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে চলেছিল পুলিশী হস্তক্ষেপ, রাজনৈতিক জলঘোলা। এর মাঝেই এরাজ্যে আসার কথা জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির।

শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রতিমন্ত্রীর। সেখান থেকে সোজা সেক্টর ফাইভের নতুন ভবনে যেতে পারেন জ্যোতি। সাংবাদিক বৈঠকে নিতে পারেন অংশ। কেন আচমকা রাজ্যে আসছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে।

সংবাদমাধ্যমের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রাজ্যে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে পারেন। বাংলা বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্না দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল। এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে এরই মাঝে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর কলকাতা সফর বেশ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি চাপে পড়েই বাংলায় আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen