Sahitya Academy Award: মোদী সরকারের হস্তক্ষেপই কারণ! কেন ঘোষণা হল না ঐতিহ্যবাহী সাহিত্য পুরস্কার?

December 21, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪০:  বেনজির! সাহিত্য জগতের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাসম্পন্ন পুরস্কার সাহিত্য অকাদেমি প্রাপক ঘোষণা ঘিরে তুঙ্গে বিতর্ক। বৃহস্পতিবার দুপুরে দিল্লির রবীন্দ্র ভবনে সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করে দেওয়া হয়। অভিযোগ, স্বশাসিত সংস্থা সাহিত্য অকাদেমির কাজে কেন্দ্র হস্তক্ষেপ করছে। যা নিয়ে ক্ষুব্ধ দেশের সাহিত্য মহল।

সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশেই নাকি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল এ বছরের সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা হওয়ার কথা ছিল। অকাদেমির এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে আগেই চব্বিশটি ভারতীয় ভাষায় পুরস্কারপ্রাপকদের নাম চূড়ান্ত করা হয়ে গিয়েছিল বলে খবর। সূত্রের খবর, সাংবাদিক বৈঠকের জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে মোদী সরকারের প্রতিনিধিরা বোর্ডকে জানান, আপাতত পুরস্কার ঘোষণা করা যাবে না। বিজয়ীদের নাম নতুন করে খতিয়ে দেখতে চায় কেন্দ্র। তার পর প্রাপকদের নাম ঘোষণা করতে হবে। পুরস্কার প্রদানের নিয়মনীতিতে কিছু বদল আনার প্রস্তাবও দিয়েছে মোদী সরকার।

অকাদেমির অন্দরে ক্ষুব্ধ অনেকেই। মন্ত্রকের এহেন আচরণকে স্বশাসন খর্ব করার হাতিয়ার হিসাবে দেখছে অনেকে। বিজয়ীদের নাম চূড়ান্ত করার পরেও হঠাৎ কেন্দ্রের তরফে ঘোষণা স্থগিতের নির্দেশ আসা ও মন্ত্রকের অনুমোদন ছাড়া কোনও তালিকা প্রকাশ করা যাবে না বলে ফরমান জারি করা অত্যন্ত অসম্মানজনক। সাহিত্য অকাদেমির প্রেসিডেন্ট মাধব কৌশিক জানান, তালিকা চূড়ান্ত করতে আরও দু-একদিন সময় লাগবে এবং কেন্দ্র থেকে কোনও ধরনের হস্তক্ষেপ হয়নি।

সাহিত্য অকাদেমির প্রাক্তন সচিব তথা কেরলের বিশিষ্ট কবি কে সচ্চিদানন্দন ফেসবুকে লেখেন, জুরি বোর্ডের সিদ্ধান্ত এক্সিকিউটিভ বোর্ড অনুমোদন করার পরেও কেন্দ্রীয় সরকার পুরস্কার ঘোষণা আটকে দিয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। অকাদেমির স্বায়ত্ত্বশাসন হারানোর যে আশঙ্কা ছিল, এই ঘটনায় তা সত্যি প্রমাণিত হল। গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভের পতন ঘটল। উল্লেখ্য, ফি বছর ২৪টি ভাষার সেরা সাহিত্যকীর্তিকে এই সম্মান দেওয়া হয়। গত বছর বাংলা ভাষায় কাউকে এ সম্মান দেওয়া হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen