আবারও করোনা আক্রান্ত সাইনা

১০ দিনের জন্য ব্যাঙ্কক হাসপাতালে কোয়ারেন্টিনে থাকবেন সাইনা

January 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের করোনা আক্রান্ত হলেন ভারতের নামী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। তাঁর সঙ্গে এস প্রণয়েরও রিপোর্টও পজিটিভ এসেছে। যে কারণে তাঁরা দু’জনই তাইল্যান্ড ওপেন খেলতে পারবেন না।

সাইনা যদিও টুইট করে জানিয়েছেন, ‘‘আমি এখনও রিপোর্ট হাতে পাইনি, আমাকে ফোন করে জানানো হয়েছে আমি করোনা আক্রান্ত (Corona Positive)।’’

সোমবার তৃতীয় বারের জন্য করোনা পরীক্ষা করা হয় সাইনাদের। মঙ্গলবার গা-ঘামানো ম্যাচের আগে সাইনাকে জানানো হয় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। ১০ দিনের জন্য ব্যাঙ্কক হাসপাতালে কোয়ারেন্টিনে থাকবেন সাইনা, প্রণয়। তাঁরা আর টুর্নামেন্ট খেলতে পারবেন না।

উল্লেখ্য, ২০২০ সালে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা বন্ধ থাকায়, ২০২১ সালে হতে পারে অলিম্পিক। তাই তার আগে এই থাইল্যান্ড ওপেনকেই প্রস্তুতি হিসেবে বেছেছিলেন ভারতীয় শাটলারেরা। কিন্তু এরমধ্যেই বাধা হয়ে দাঁড়াল কোভিড পজিটিভ রিপোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen