সাইনা নে‍ওয়ালের মন্তব্য নিয়ে জোর তরজা

ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলেছেন, যা ভারতের ক্রীড়াপ্রেমীদের কাছে একটি চোখ খোলার মতো বিষয়

July 14, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলেছেন, যা ভারতের ক্রীড়াপ্রেমীদের কাছে একটি চোখ খোলার মতো বিষয়। সাইনা নেহওয়াল বিশ্বাস করেন যে ক্রিকেটে যে পরিমাণ মনোযোগ দেওয়া হয় তা ঠিক নয় এবং এটি দেখে তারও খারাপ লাগে। সাইনা নেহওয়াল তাঁর স্বামী পি কাশ্যপের সঙ্গে নিখিল বিজয়েন্দ্রের পডকাস্টে এসেছিলেন এবং এই সময়ে তারা অনেক বিষয়ে আলোচনা করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে কীভাবে দেশে খেলাধুলার সংস্কৃতি বদলেছে এবং কখনও কখনও এটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়।

এরপরে সাইনা নেহওয়াল বলেন, ‘মাঝে মাঝে আমার কাছে এই সব স্বপ্ন মনে হয়। কারণ আমরা ভারতে এটি করেছি, কারণ এখানে খেলাধুলার সংস্কৃতি এমন নয়, মাঝে মাঝে আমাদের খুব খারাপ লাগে যে ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়া যায়। ক্রিকেট সম্পর্কে একটা কথা, আপনি যদি ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেনিস এবং হ্যাঁ অন্যান্য খেলা দেখেন, এই সব খেলাই শারীরিকভাবে খুবই কঠিন। আপনার কাছে শাটল তুলে নেওয়ার এবং সার্ভ করার জন্য পর্যাপ্ত সময় থাকে না, আপনাকে এত দ্রুত এটা করতে হয় যে আপনি হাঁপাবেন… ক্রিকেট এখানে সমস্ত মনোযোগ আকর্ষণ করে। ব্যক্তিগতভাবে, আমি মনে করি দক্ষতা আরও গুরুত্বপূর্ণ।’

সাইনা এই মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় ওঠে। ক্রিকেটপ্রেমীরা ব্যাডমিন্টন কিংবদন্তির সমালোচনায় মুখর হন। তাঁদেরই অন্যতম কেকেআর তারকা আংঙ্গৃশ রঘুবংশী। তিনি পালটা সোশ্যাল মিডিয়ায় সানিয়ার সমালোচনা করেছেন। একইসঙ্গে রঘুবংশী বলেছেন, জসপ্রিত বুমরাহকে দেখলে কি সানিয়ার কী মনে হয়? রঘুবংশী লিখেছেন, ‘বুমরাহ যখন ১৫০ কিলোমিটার গতিতে তাঁর মাথা লক্ষ্য করে বাউন্সার দেবেন, তখন সানিয়া কোথায় যাবেন?’

রঘুবংশীর এই মন্তব্যকে নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে অভিযোগ করেন, সবে ক্রিকেটের দুনিয়ায় পা রাখা রঘুবংশী সাইনার মতো ক্রীড়াবিদ সম্পর্কে এমন কথা কী ভাবে বলেন? সব খেলা আলাদা। সাইনা যেমন বুমরার বল খেলতে পারবেন না, তেমনই বুমরাও কোর্টে স্ম্যাশ মারতে পারবেন না। অলিম্পিক্স পদকজয়ী এক তারকাকে নিয়ে এমন মন্তব্য করে রঘুবংশী ক্রিকেটেরই মান কমিয়েছেন।

সমালোচনার মাঝে ক্ষমা চেয়েছেন রঘুবংশী। এরপরই তিনি আরেকটি পোস্ট করেন, ‘আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমার মন্তব্যটা অবশ্যই স্রেফ মজা করে বলা। কিন্তু, উলটোটাও দেখুন, আমার মনে হয় ওটাও একটা অপরিণতর মত মজা। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, ক্ষমা চাইছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen