প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জন, ইতিহাস গড়লেন প্রকাশ

ভারতের প্রথম সাঁতারু হিসেবে আসন্ন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন তিনি।

June 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

 ইতিহাস গড়লেন ভারতীয় সাঁতারু সজন প্রকাশ। শনিবার রোমে (Rome) আয়োজিত সেট্টে কোল্লি ট্রফিতে জাতীয় রেকর্ড গড়ে আসন্ন টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করলেন তিনি। এর ফলে প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে এবারের অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন তিনি।
জানা গিয়েছে, অলিম্পিকে যোগ্যতার জন্য ১:৫৬:৪৮ সেকেন্ডের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে হত। আর কেরলের সাঁতারু সজন প্রকাশ প্রতিযোগিতা শেষ করলেন ১:৫৬:৩৮ সেকেণ্ডে। এর ফলে ভারতের প্রথম সাঁতারু হিসেবে আসন্ন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন তিনি।

এর আগে গত সপ্তাহেও যোগ্যতা অর্জনের একদম কাছাকাছি চলে এসেছিলেন প্রকাশ। বেলগ্রেডে আয়োজিত অলিম্পিক কোয়ালিফাইয়িং ইভেন্টের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতেন তিনি। কিন্তু অলিম্পিকের যোগ্যতা অর্জনের ‘এ’ মার্ক সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে পারেননি। তবে শেষপর্যন্ত রোমের প্রতিযোগিতায় স্বপ্ন সফল হল তাঁর। তবে সজন প্রকাশ যোগ্যতা অর্জন করায় টোকিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না ২০ বছর বয়সি শ্রীহরি নটরাজের। গত মঙ্গলবারই নটরাজ এবং মান্না প্যাটেলকে Universality স্থানে টোকিও অলিম্পিকের জন্য বেছে নিয়েছিল ভারতীয় সুইমিং ফেডারেশন। কিন্তু সজন প্রকাশ যোগ্যতা অর্জন করায় যেতে পারবেন না শ্রীহরি নটরাজ। যদিও এই টুর্নামেন্টেরই অপর একটি ইভেন্টে গত শুক্রবার প্রায় যোগ্যতা অর্জন করে ফেলছিলেন শ্রীহরি নটরাজ। তবে অল্পের জন্য ব্যর্থ হন তিনি।

এদিকে, সজন প্রকাশের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ইতিমধ্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী-সহ আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা এসেছে সাইয়ের তরফ থেকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen