এনকাউন্টারে নিহত পুলিশকে গুলি করে পালানো বন্দি সাজ্জাক আলম
পুলিশের গুলিতে মৃত্যু গোয়ালপোখরের ফেরার বিচারাধীন বন্দি সাজ্জাক আলমের। শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময়ে তাঁকে আটকাতে গুলি চালায় পুলিশ। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুলিশের গুলিতে মৃত্যু গোয়ালপোখরের ফেরার বিচারাধীন বন্দি সাজ্জাক আলমের। শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময়ে তাঁকে আটকাতে গুলি চালায় পুলিশ। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক।
শুক্রবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায়, সাজ্জাক গোয়ালপোখর থানার সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই মতো তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছয় পুলিশ। তা বুঝে যায় সাজ্জাক। কিচকতলা ব্রিজের কাছে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। পালটা সাজ্জাকও পালানোর চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর, সেই সময় সাজ্জাককে আটকাতে ৩ রাউন্ড গুলি চালায় পুলিশ। তাতেই জখম হয় সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় সাজ্জাকের।