পুজোর আগেই মিলবে বেতন, কেন্দ্রকে পিছনে ফেলে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০৫: পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল নবান্ন। কেন্দ্রীয় সরকারের আগাম বেতন ঘোষণার পর একধাপ এগিয়ে এবার রাজ্য সরকারি কর্মীরাও পুজোর আগেই হাতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের বেতন। মঙ্গলবার অর্থদপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শুধু বেতনই নয়, গ্র‌্যান্ট-ইন-এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড ও অনারারিয়ামও ওই দিনেই মিটিয়ে দেওয়া হবে। তবে এই মাসের পেনশন আগামী ১ অক্টোবর দেওয়া হবে।

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। তাই কর্মীরা যাতে উৎসবের মরশুমে আর্থিক সমস্যায় না পড়েন, সে কথা মাথায় রেখেই আগে বেতন দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য।

অন্যদিকে, জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে যাবে ১ অক্টোবর থেকেই। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরের ডিডিও এবং ডিপোজিট অ্যাকাউন্ট প্রশাসকদের দ্রুত বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থদপ্তর।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়েছিল, পুজোর মাসে ২৬ তারিখে আগাম বেতন পাবেন কেন্দ্রীয় কর্মীরা। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের আগে কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কার্যত পাল্টা পদক্ষেপ নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen