Salman-Trump: বিগ বসে ট্রাম্পকে তুলোধনা করলেন সালমান খান
এই সরস ও যুক্তিপূর্ণ উপস্থাপন আবারও প্রমাণ করল কেন তিনি ভারতের রিয়েলিটি টিভির অপ্রতিদ্বন্দ্বী সঞ্চালক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৯: বিগ বসের (Big Boss) সঞ্চালক সালমান খান (Salman Khan) শনিবারের ‘উইকেন্ড কা ভার’ (Weekend Ka Vaar) এপিসোডে ছিলেন রীতিমতো সশস্ত্র মেজাজে। বিগ বস ১৯-এর রেকর্ড-ভাঙা সূচনার পর প্রথম সপ্তাহের এই এপিসোডে তিনি প্রতিযোগীদের নিয়ে ছিলেন কঠোর। তবে কেবলমাত্র ঘরের সদস্যই নন, বিশ্বের এক প্রভাবশালী নেতাকেও কড়া বিদ্রুপ করলেন বলিউড সুপারস্টার।
প্রতিযোগীদের মধ্যে চলা কোন্দল এবং দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে গিয়ে সালমান খান একটি মন্তব্য করেন যা সরাসরি আন্তর্জাতিক রাজনীতির (international politics) দিকে ইঙ্গিতবাহী। তিনি বলেন, “সারা দুনিয়ায় কী ঘটছে? যারা সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করছেন, তারাই আবার শান্তির পুরস্কার চাইছেন।”
যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একাধিক বিতর্কিত দাবির প্রেক্ষাপটে এই মন্তব্য স্পষ্টতই তাঁর প্রতিই নির্দেশিত। গত কয়েক মাসে ট্রাম্প ভারত-পাকিস্তান এবং ইসরায়েল-প্যালেস্তাইন সংকট সমাধানে তাঁর মধ্যস্থতা দাবি করেছেন, যদিও সংশ্লিষ্ট পক্ষগুলি তা প্রত্যাখ্যান করেছে। তবুও ট্রাম্পের সমর্থকরা তাঁর জন্য নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) দাবি তুলেছেন।
সালমানের এই সময়োচিত ও তীর্যক মন্তব্য দর্শকদের মধ্যে হইচই ফেলে দিয়েছে এবং সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। তাঁর এই সরস ও যুক্তিপূর্ণ উপস্থাপন আবারও প্রমাণ করল কেন তিনি ভারতের রিয়েলিটি টিভির অপ্রতিদ্বন্দ্বী সঞ্চালক।