একই জায়গা, একই মুহূর্ত—বিজয়–রাশমিকার গোপন ভ্রমণেই কি ফাঁস প্রেমপর্ব?

January 1, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: নতুন বছরের শুরুটা রোমে ছুটি কাটিয়ে আলোচনার কেন্দ্রে চলে এলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ১ জানুয়ারি নিজের ইনস্টাগ্রামে ইউরোপ ভ্রমণের একাধিক ছবি শেয়ার করেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই তারকা। ট্রেন সফর থেকে শুরু করে কলোসিয়ামের আশপাশের মনোরম মুহূর্ত—সবই ধরা পড়েছে ছবিতে। সঙ্গে ছিল নতুন বছরের জন্য একটি আবেগঘন বার্তা। তবে ভক্তদের নজর কাড়ে ছবির সৌন্দর্যের থেকেও অন্য এক বিষয়।

বিজয়ের পোস্ট করা ছবিগুলির লোকেশন ও অ্যাঙ্গেল দেখে অনেকেরই মনে হয়েছে, সেগুলি অভিনেত্রী রাশমিকা মন্দান্নার সাম্প্রতিক রোম ভ্রমণের ছবির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। এর আগেই রাশমিকা রোমের ঐতিহাসিক স্থাপনা ও বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছিলেন। এই মিল থেকেই ফের জোরালো হয় দু’জনের একসঙ্গে ছুটি কাটানোর জল্পনা।

ভক্তদের একাংশ দাবি করেন, বিজয়ের একটি ছবির প্রতিফলনে নাকি রাশমিকাকে দেখা যাচ্ছে। আবার অন্য একটি ছবিতে পিছন থেকে বিজয়কে আলিঙ্গন করা এক নারীমূর্তিকে ঘিরেও শুরু হয় চর্চা—অনেকে মনে করছেন তিনিই ‘দ্য গার্লফ্রেন্ড’ অভিনেত্রী। ছবিতে বন্ধুদের হাসিমুখও এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

বিজয় তাঁর ক্যাপশনে লেখেন, “হ্যাপি নিউ ইয়ার মাই ডার্লিং লাভস… আমরা যেন একসঙ্গে বড় হই, সুন্দর স্মৃতি বানাই, ভালোবাসা ছড়িয়ে দিই।” এই বার্তা ভক্তদের মধ্যে উষ্ণ প্রতিক্রিয়া তৈরি করেছে। অন্যদিকে রাশমিকার পোস্টের ক্যাপশন ছিল “Rome so far”, যেখানে বন্ধু ও আনন্দ দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সময় কাটানোর ঝলক দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে টেলর সুইফটের গানও নজর কেড়েছে।

এরই মধ্যে শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির ২৬ তারিখ উদয়পুরের একটি নিরিবিলি রাজপ্রাসাদে নাকি তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে। ঘনিষ্ঠ পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen