Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যই হচ্ছেন নতুন বঙ্গ বিজেপি সভাপতি, আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার

দলীয় সূত্রে খবর, আজ দুপুর ২টো নাগাদ সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে (State BJP Headquarters) গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন শমীক।

July 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৯: বিজেপির (BJP) রাজ্য নেতৃত্বে আসতে চলেছে বড় রদবদল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) হচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি।

সোমবার সন্ধ্যায় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ইঙ্গিত দিয়েছিলেন পরিবর্তনের। সেই ইঙ্গিত বাস্তব রূপ পেল বুধবার দুপুরে। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ দিল্লী থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শমীক ভট্টাচার্যের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত নির্দেশ পাঠায় কলকাতায়।

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে আজ, বুধবার। মঙ্গলবার বিকেলে বঙ্গ বিজেপির তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় মনোনয়ন জমা ও নির্বাচনের সময়সূচি। দলীয় সূত্রে খবর, আজ দুপুর ২টো নাগাদ সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে (State BJP Headquarters) গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন শমীক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen