দিলীপকে নিয়ে বিজেপি’র অন্দরে কাদা ছোড়াছুড়ি, শমীক বললেন, ‘যা হয়েছে অভিপ্রেত নয়’

দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন একই ফ্রেমে দেখা গিয়েছিল দিলীপ-মমতা-রিঙ্কুকে। আর তারপরই যেন এক্কেবারে ভূমিকম্প পদ্ম শিবিরের অন্দরে। তারপর থেকেই বিতর্ক চলছে পুরোদমে। বিগত কয়েকদিন ধরেই দিলীপের বিরুদ্ধে তোপের পর তোপ ধেয়ে আসছে দিলীপের উদ্দেশে। পাল্টা স্ট্রেট ব্যাটে খেলছেন দিলীপও।

May 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন একই ফ্রেমে দেখা গিয়েছিল দিলীপ-মমতা-রিঙ্কুকে। আর তারপরই যেন এক্কেবারে ভূমিকম্প পদ্ম শিবিরের অন্দরে। তারপর থেকেই বিতর্ক চলছে পুরোদমে। বিগত কয়েকদিন ধরেই দিলীপের বিরুদ্ধে তোপের পর তোপ ধেয়ে আসছে দিলীপের উদ্দেশে। পাল্টা স্ট্রেট ব্যাটে খেলছেন দিলীপও।

শনিবার রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, যে যার মনের মতো লিখতে পারেন না। যে যার মনের মতো যখন লিখছেন তখন দলের যেটা করার দল করবে। সেই সঙ্গেই দিলীপের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে শমীক জানিয়েছেন, যেটা হয়েছে সেটা অনভিপ্রেত। আমাদের মতো দলে এটা কাঙ্খিত নয়। যা হয়েছে পুরো এপিসোডটাই অনাকাঙ্খিত। যেতে পারি কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত নয়। সমাজমাধ্যমে অধিকাংশ পোস্ট যারা করছেন তাদের অধিকাংশ বিজেপির সক্রিয় কেউ নন। তার পরেও স্বীকার করে নিচ্ছি যা হয়েছে সেটা কাঙ্খিত নয়। পার্টিতে যাঁদের এটা দেখার কথা তাঁরা বিষয়টি দেখছেন। যা করার তাঁরা করবেন। বলেন শমীক ভট্টাচার্য।

দিলীপের কাজকর্ম এবং মন্তব্য নিয়ে শমীককে প্রশ্ন করায় তিনি বলেন, ‘‘দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। পরিসংখ্যানের হিসাবে তিনি রাজ্য বিজেপির সফলতম সভাপতি। দিলীপ ঘোষ কী করবেন, কী বলবেন, তা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী যাঁদের চিন্তাভাবনা করার তাঁরাই করবেন। আমার এর থেকে বেশি বলার এক্তিয়ার নেই। তবে পুরো বিষয়ের উপর দল নজর রাখছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen