Samik Bhattacharya: সভাপতি হয়েই তৃণমূলের থেকে ‘টুকলি’ করলেন বিজেপির শমীক?

বঙ্গ বিজেপির (Bengal BJP) নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দায়িত্ব নিয়েই বড়সড় বার্তা দিলেন দলের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে।

July 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: বঙ্গ বিজেপির (Bengal BJP) নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দায়িত্ব নিয়েই বড়সড় বার্তা দিলেন দলের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে। রাজ্য বিজেপি কমিটির সভাপতি হওয়ার পরেই তিনি নির্দেশ দিয়েছেন, দলের মূল প্রেস কর্ণারের ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিতে হবে সমস্ত নেতার ছবি – তা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হোন বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda), কিংবা রাজ্য বিজেপির প্রাক্তণ সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এর বদলে নতুন ব্যাকগ্রাউন্ডে থাকছে শুধু বিজেপির দলীয় প্রতীক – পদ্ম (Lotus)। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক নতুন বার্তার তৈরি করেছে বঙ্গ বিজেপির অভ্যন্তরে।

ব্যক্তি নন, দল বড় – তৃণমূলকে টুকলো বিজেপি?

এই পরিবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে – ব্যক্তির ঊর্ধ্বে দল। এ ক্ষেত্রে বিজেপি যেন অনুসরণ করল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রেস কনফারেন্স ব্যাকড্রপ স্টাইল, যেখানে কখনওই কোনও নেতা বা নেত্রীর ছবি থাকে না, কেবলমাত্র দলীয় প্রতীক ঘাসফুল থাকে। সেই বার্তাই এবার বিজেপির অন্দরেও প্রতিধ্বনিত হচ্ছে – দলই সর্বোচ্চ, কোনও ব্যক্তি নন।

বিজেপির মতো একটি নেতা-কেন্দ্রিক দলে এই ধরণের পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের এই পদক্ষেপ অনেকের কাছেই ব্যতিক্রমী মনে হচ্ছে। তিনি যেন স্পষ্ট করে দিলেন – দলীয় ঐক্য এবং আদর্শই আগে, ব্যক্তির কীর্তি নয়। এবং এমন এক সময়ে তিনি এই বার্তা দিলেন, যখন শুভেন্দু বনাম সুকান্ত বনাম দিলীপ, নব্য বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম সঙ্ঘ দ্বন্দ্ব চরমে দলের অন্দরে।

রাজনৈতিক প্রচার বা সাংবাদিক সম্মেলনে ব্যাকড্রপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো দল তার বার্তা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এই ব্যাকড্রপের মাধ্যমে। ব্যক্তিনির্ভর রাজনীতির পরিবর্তে আদর্শনির্ভর রাজনীতির ইঙ্গিত দিতেই সম্ভবত এই পরিবর্তন এনেছেন শমীক।

এই বিষয়ে বিজেপিকে সামান্য কটাক্ষ করে তাঁদের “কপিক্যাট” আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), নিজের এক্স হ্যান্ডেলের পোস্টের মাধ্যমে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen