জুনিয়র উইম্বলডন ফাইনালে প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জি, জয় ২-১ সেটে

শনিবার উইম্বলডন ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল এই প্রবাসী বাঙালি। ১৭ বছরের সমীর বন্দ্যোপাধ্যায়

July 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জুনিয়র সিঙ্গলসের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন সতেরোর এই প্রবাসী বাঙালি। জিতলেন ৭-৬, ৪-৬, ৬-২ গেমে।

শনিবার উইম্বলডন ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল এই প্রবাসী বাঙালি। ১৭ বছরের সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee) শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় উইম্বলডন (Wimbledon) জুনিয়র্সের সেমিফাইনাল খেলতে নেমেছিল।


এক নম্বর কোর্টে অবাছাই সমীরের সামনে ছিল আর এক অবাছাই ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গ। সমীরের প্রতিপক্ষ শুধু অবাছাই নয়, সমবয়সী এই ফরাসী যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসে শেষ চারে জায়গা করে নিয়েছে।

প্রথম সেট যায় টাই ব্রেকারে, সেখানে ৭-৬ এ জেতে সমীর। দ্বিতীয় সেট হারলেও এগিয়ে যায় তৃতীয় সেটে। তৃতীয় সেট ৬-২ এ জেতেন সমীর। পৌঁছে গেলেন উইম্বলডন ফাইনালে।


গত চার দিন ধরে নিঃশব্দে বাইরের কোর্টগুলিতে (সেন্টার কোর্ট এবং ১ নম্বর কোর্ট বাদ দিয়ে) সমীর রাজত্ব করছে। এ বার শেষ চারের লড়াই সেন্টার কোর্টের পরেই ঐতিহ্যের বিচারে সেরা এক নম্বর কোর্টে।


শুক্রবার কোয়ার্টার ফাইনালে আরও সহজে জেতে সমীর। ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেয় ক্রোয়েশিয়ার মিলি পোলিসাককে।


জুনিয়র ডাবলসেও শেষ চারে উঠেছে সমীর। তার জুড়ি জাপানের কোকোরো ইসোমুরা। সমীরের ডাবলস সেমিফাইনালও শনিবারই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen