গঙ্গাসাগরের বালি শিল্পে ‘বাংলা নিজের মেয়েকে চায়’

এদিন গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনমুখী সব প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজসাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতার আইকনগুলিকে বালি দিয়ে ফুটিয়ে তোলা হয়।

March 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত শিল্পী দেবতোষ দাস বালি দিয়ে সাগর ব্লকের গঙ্গাসাগরের (Gangasagar) বেলাভূমিতে তাঁর শিল্পী মনের স্পর্শে তুলে ধরলেন তৃণমূলের স্লোগান, ‘বাংলা তার মেয়েকে চায়’ (Bangla Nijer Meyekei Chay)। পাশাপাশি এক গুচ্ছ প্রকল্প তুলে ধরলেন তিনি তাঁর শিল্পের জাদুকাঠিতে।

এদিন গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনমুখী সব প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজসাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতার আইকনগুলিকে বালি দিয়ে ফুটিয়ে তোলা হয়। এই গোটা ঘটনার সাক্ষী ছিলেন এলাকার বিধায়ক বঙ্কিম হাজরা।

এ বিষয়ে শিল্পী দেবতোষ দাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুনরায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন, সে বিষয়ে এই কর্মসূচি নেওয়া হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রচার করা হবে। এ বিষয়ে বঙ্কিম হাজরা বলেন, এটা সর্বধর্মের সমন্বয়ের বাংলা। এই শিল্প কারুকার্যের মধ্য দিয়ে শিল্পী এই বেলাভূমিতে আসা মানুষের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর কাজকর্ম তুলে ধরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen