Sandakphu: লাল সতর্কতায় বন্ধ সান্দাকফু, পর্যটকদের নিরাপত্তায় আগাম পদক্ষেপ রাজ্যের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। সেই সতর্কতা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার পর্যটকদের (Tourist) জন্য আপাতত বন্ধ করে দিল সান্দাকফু (Sandakphu)। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে ঘোরাফেরা বা ট্রেকিং- কোনওটাই করা যাবে না এই অঞ্চলে।
দার্জিলিং জেলার ( Darjeeling) সুকিয়া পোখরি বিভাগের অন্তর্গত সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে ও মাকালু। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন এই অঞ্চলে।
বর্তমানে সান্দাকফুতে অবস্থানরত পর্যটকদের শুক্রবার সকালে নিচে নামিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের (Singalila Land Rover Owner’s Welfare Association) সভাপতি চন্দন প্রধান জানিয়েছেন, “আজ ছয়টি পর্যটকবাহী গাড়ি ফিরে গিয়েছে। আগামীকাল সকালের পর বাকিরাও ফিরে যাবেন।”
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টি ও হরপা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্ধ হয়েছিল একাধিক রাস্তা, প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে দুর্গত এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক হল রাজ্য প্রশাসন।