ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির গলায় টিএমসিপির গান উস্কে দিল জল্পনা

ইতিমধ্যে তাঁর গাওয়া গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

June 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

জাতীয় মঞ্চে ‘অভিষেক’ হয়েছে অভিষেকের। বাংলা জয়ের পর এবার অন্য রাজ্য তৃণমূলকে নিয়ে যেতে চান সদ্য দায়িত্ব পাওয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এই প্রেক্ষাপটে অভিষেককে ‘আগামীর কান্ডারি’ হিসেবে গানের ভাষায় তুলে ধরলেন সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য। আর তৃণমূলের শাখা সংগঠন ছাত্র পরিষদ গাইল, ‘সবুজের সেনাপতি’। গত ৫ জুন তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির আরও বড় পরিসরে দায়িত্ব দেওয়া হয়। তৃণমূলের যুব সংগঠনের সভাপতি থেকে অভিষেককে বসানো হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের পিছনে অভিষেকের অবদান প্রশ্নাতীত। দায়িত্বভার কাঁধে নিয়েই দলের সংগঠনকে পশ্চিমবঙ্গের বাইরে ছড়িয়ে দিতে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। কর্মীরা আওয়াজ তুলেছেন, ‘খেলা হবে ত্রিপুরাতও’। আর এই আবর্তেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যও গলা মেলালেন—‘ধরো হাল শক্ত হাতে, অভিষেকের সাথে ভারত জয় হবে রে…..’। ১৯৭৮-৮৮ সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএমের নৃপেন চক্রবর্তী। সেই পরিবারের সদস্য সন্দীপ চক্রবর্তীর (sandip Chakraborty) কন্ঠে উঠে এল, ‘আগামীর কান্ডারী অভিষেক’। ইতিমধ্যে তাঁর গাওয়া গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তাঁর গানের কথায় ধরা পড়েছে—‘দিকে দিকে উঠেছে আওয়াজ, দিদি এবার পিএম হবে, যুবরাজ সেনাপতি, ছাত্র-যুব সঙ্গে রবে…।’

সিপিএম পরিবারের সদস্য হয়েও, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ সন্দীপবাবু। তাঁর বক্তব্য, বর্তমান ও ভবিষ্যতে নতুন দিশা দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল ফুটবে দেশের অন্য রাজ্যে। দাদু নৃপেন চক্রবর্তীর সঙ্গে সিপিএম অন্যায় আচরণ করেছে বলে জানান সন্দীপবাবু।শুধু নৃপেনবাবুর পরিবারের সদস্যই নন, তৃণমূল ছাত্র পরিষদও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লড়াইয়ের শপথ নিয়েছে। অভিষেককে নিয়ে একটি গানও প্রকাশ করা হয়েছে। গানের ভাষায় বলা হয়েছে, ‘তুমি অভিষেক, সাহস অনেক, নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সেলাম…।’ শনিবার তৃণমূল ভবনে টিএমসিপির নেতারা বৈঠক করেন। বিধানসভা নির্বাচনের পরে এটাই ছিল তাদের প্রথম বৈঠক। সিদ্ধান্ত হয়েছে, বিপুল জয়ের পর কোনও আত্মতুষ্টি নয়। মানুষের পাশে থাকতে হবে আর দলকে সংগঠিত করতে হবে। ‘সবুজ সেনার সেনাপতি’ নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি গান ছড়িয়ে পড়বে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সোশল মাধ্যমে। এমনকী এ গানকে মোবাইলের কলার টিউন করা হবে বলে জানিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen