CAFA CUP থেকে চোটের কারণে ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গান, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাকে পাবে না ভারত
নবনিযুক্ত কোচের পরিকল্পনায় ঝিঙ্গান ছিলেন অন্যতম বড় ভরসা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৪০: ভারতীয় ফুটবল দলের জন্য বড় ধাক্কা। ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান চোটের কারণে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপে ভারতের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছে।
৩২ বছর বয়সি ঝিঙ্গান ইরানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে চোট পান। তাজিকিস্তানের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে খেলা ওই ম্যাচে ভারত ০-৩ গোলে হেরে যায়। এরপর চিকিৎসক দলের পরামর্শে ঝিঙ্গানকে দেশে ফেরানো হচ্ছে। AIFF জানিয়েছে, বুধবারই তিনি ভারতে ফিরে আসবেন।
খালিদ জামিলের অধীনে এই প্রথম কোনো বড় টুর্নামেন্ট খেলছে ভারত। নবনিযুক্ত কোচের পরিকল্পনায় ঝিঙ্গান ছিলেন অন্যতম বড় ভরসা। প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ গোলটি তাঁর কাছ থেকেই এসেছিল। তাই তাঁর চোটের কারণে দলের পরবর্তী ম্যাচের পরিক,পরিকল্পনায় বড় ধাক্কা লাগতে পারে !
তবে ইরানের কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপ টেবিলে ভারত এখনও দ্বিতীয় স্থানে রয়েছে। যদি তারা এই অবস্থান ধরে রাখতে পারে, তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পাবে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তান বর্তমানে গ্রুপের একদম তলানিতে রয়েছে, তাই এই ম্যাচ ভারতের জন্য জয়ের বড় সুযোগ।
এই টুর্নামেন্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী অক্টোবর মাসে সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে ভারত। সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগে দলের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের জন্য এই প্রতিযোগিতা বড় মঞ্চ হয়ে উঠেছে।
ঝিঙ্গানের অনুপস্থিতিতে ভারতের রক্ষণভাগে ফাঁক তৈরি হবে। এখন দায়িত্ব থাকবে অন্য ডিফেন্ডারদের কাঁধে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে খালিদ জামিলের কৌশলগত দক্ষতার বড় পরীক্ষা হতে চলেছে। ভারতের সমর্থকরাও আশা করছেন, আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘুরে দাঁড়াবে এবং শেষ চারে জায়গা করে নেবে।