সন্দেশখালি বিজেপি’র ‘সদস্যতা অভিযান’ তলানিতে গিয়ে ঠেকেছে, আগ্রহী নন মহিলারাই!

প্রতি মণ্ডলে ন্যূনতম সাড়ে ১০ হাজার সদস্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল দিল্লি। কিন্তু সেই জায়গায় কোথাও দু’ হাজার, কোথাও তিন হাজারের বেশি সদস্য সংগ্রহ করা যায়নি

November 19, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির ‘সদস্যতা অভিযান’। প্রতি পাঁচ বছর অন্তর বিজেপি এই কর্মসূচি করে। এবার লোকসভা ভোটে কার্যত ভরাডুবির পর তাদের সদস্য সংগ্রহ অভিযানে ভাটা পড়েছে। সেই অর্থে উৎসাহ-উন্মাদনা কোথাও নজরে পড়ছে না। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অধীনে রয়েছে মোট ৩১ টি মণ্ডল। প্রতি মণ্ডলে ন্যূনতম সাড়ে ১০ হাজার সদস্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল দিল্লি। কিন্তু সেই জায়গায় কোথাও দু’ হাজার, কোথাও তিন হাজারের বেশি সদস্য সংগ্রহ করা যায়নি। এমনকী এমন জেলাও রয়েছে, যেখানে নতুন সদস্য সংখ্যা তিন অঙ্ক পেরয়নি।

তবে, উল্লেখযোগ্য বিষয় হল, যে সন্দেশখালি নিয়ে বিজেপি এত মাতামাতি করেছিল, সেখানেই ‘সদস্যতা অভিযান’ তলানিতে গিয়ে ঠেকেছে। সন্দেশখালিতে লোকসভা ভোটের আগে যে শাহজাহানের মোকাবিলায় গল্প ফেঁদে প্রতিবাদের ঢেউ তুলেছিল বিজেপি, সেই মাটিতেই আছাড় খেয়েছে গেরুয়া পার্টি। তাদের আস্ফালন এখন কার্যত অস্তমিত। সন্দেশখালিতে যত সংখ্যক সদস্য হওয়ার কথা ছিল, তা হয়নি। মহিলা সংগঠন ধুঁকছে। মহিলাদের মধ্যে বিজেপিকে নিয়ে তেমন একটা আগ্রহ যাচ্ছে না। কেন এই অবস্থা, তা বোঝা যাচ্ছে না। অনেকে হয় ভয় পাচ্ছেন, না হলে ঝক্কি নিতে চাইছেন না।

দলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রথম দিকে সদস্য সংগ্রহ নিয়ে নেতাদের তেমন মাথাব্যথা ছিল না। তারপর লোকসভা ভোটে ফলাফল খারাপ হওয়ায় কর্মীদের একাংশ সদস্যপদ পুনর্নবীকরণ করতে অনীহা প্রকাশ করছে। কেননা বসিরহাট বিজেপিতে দ্বন্দ্ব সর্বজনবিদিত। তাছাড়া হঠাৎ করে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তও মেনে নিতে পারেনি কর্মীদের একটি বড় অংশ। ফলে, কর্মীদের মনে হতাশা তৈরি হয়েছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপির মোট ৩১টি মণ্ডলে ‘সদস্যতা অভিযান’ কর্মসূচিতে টার্গেট ছিল তিন লক্ষের বেশি। সেখানে এখনও অবধি মেরেকেটে ৭০ হাজারের মতো সদস্য হয়েছে। অসমর্থিত একটি সূত্র বলছে, সেই সংখ্যা এখনও ৫০ হাজারও পেরয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen