SandeshkhaliExposed: সবকিছুই টিভির সোপ অপেরা নয় – একতা কাপুরকে মনে করিয়ে দিলেন সাগরিকা

সাগরিকা তাঁকে বলেন যে ভিডিওটি তিনি না দেখে থাকলে দেখুন। তিনি একতাকে মনে করিয়ে দেন যে সবকিছুই টিভি সোপ অপেরা নয়। সত্য বলা গুরুত্বপূর্ণ। সত্যে বিশ্বাস করুন। সত্যকে ত্যাগ করা মানেই স্বাধীনতাকে ত্যাগ করা।

May 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্দেশখালির স্টিং ভিডিও বেরোবার পর টিভি সিরিয়াল প্রযোজক একতা কাপুরকে এক হাত নিলেন সাংবাদিক এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)।

সাগরিকা এদিন তাঁর X হ্যান্ডেলে পোস্ট করে একতা কাপুরকে বলেন যে তিনি যখন “stand4Sandeshkhali”-হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেছিলেন, তাহলে তিনি এখন নিশ্চিতভাবে #SandeshkhaliViralVideo এবং #SandeshkhaliExposed ভিডিও দেখেছেন যা প্রমাণ করে যে “গণধর্ষণ” নিয়ে মিডিয়া সেনসেশনটি একটি জাল মিথ্যা নাটক এবং মিথ্যাচারের দ্বারা ছড়ানো ছাড়া আর কিছুই নয়, যার পেছনে ছিল BJP এবং পেটোয়া মিডিয়া।

সাগরিকা তাঁকে বলেন যে ভিডিওটি তিনি না দেখে থাকলে দেখুন। তিনি একতাকে মনে করিয়ে দেন যে সবকিছুই টিভি সোপ অপেরা নয়। সত্য বলা গুরুত্বপূর্ণ। সত্যে বিশ্বাস করুন। সত্যকে ত্যাগ করা মানেই স্বাধীনতাকে ত্যাগ করা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen