প্রয়াত অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক ভি শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারাম, বয়স হয়েছিল ৯৩

October 5, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম (Sandhya Shantaram) শনিবার মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর। তিনি স্বনামধন্য অভিনেতা ও পরিচালক ভি. শান্তারামের (V Shantaram) সহধর্মিণী ছিলেন এবং তাঁর সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করেছিলেন।

 

পঞ্চাশের দশকের একের পর এক নামজাদা চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য সন্ধ্যা বিশেষভাবে স্মরণীয়। এর মধ্যে রয়েছে ‘ঝনক ঝনক পায়েল বাজে’ (১৯৫৫), ‘দো আঁখেন বারাহ হাথ’ (১৯৫৮) এবং ‘নবরঙ’ (১৯৫৯)। পরবর্তীকালে তিনি জনপ্রিয় মারাঠি ছবি ‘পিঁজরা’-তেও (১৯৭২) অভিনয় করেন। এই সব ক’টি চলচ্চিত্রেরই পরিচালক ছিলেন ভি শান্তারাম।

 

১৯৫০ সালে ‘অমর ভূপালি’ ছবির জন্য নায়িকা খুঁজতে গিয়েই শান্তারাম প্রথম তাঁর সঙ্গে দেখা করেন। মাত্র ১৮ বছর বয়সী সন্ধ্যা সেই ছবিতে অভিনয়ের সুযোগ পান এবং পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত রূপ নেয়। তাঁরা ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯০ সালে শান্তারামের মৃত্যু পর্যন্ত তাঁরা একসঙ্গেই ছিলেন। তাঁর ২০ বছরের চলচ্চিত্রজীবনে কেবলমাত্র তাঁর স্বামী পরিচালিত ছবিতেই অভিনয় করেছিলেন সন্ধ্যা। তাঁর প্রয়াণে দেশের অসংখ্য চলচ্চিত্রপ্রেমী ও সেই জগতের সঙ্গে যুক্ত মানুষেরা গভীর শোক প্রকাশ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen