অলিম্পিক্স টেনিসে মহিলাদের ডবলসে হেরে ছিটকে গেলেন সানিয়া-অঙ্কিতা

টাইব্রেকারে ৭-০ জিতে ম্যাচ ১-১ করে দেয় কিচেনক জুটি।

July 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অলিম্পিক্স (Olympics) টেনিসে (Tennis) মহিলাদের ডাবলসে (Women Doubles) অবিশ্বাস্য ভাবে হেরে ছিটকে গেলেন সানিয়া মির্জা (Sania Mirza) এবং অঙ্কিতা রায়না (Ankita Raina)। জয়ের থেকে এক সময় এক গেম দূরে ছিলেন। সেখান থেকে ম্যাচ বের করতে ব্যর্থ তাঁরা।

প্রথম রাউন্ডে ইউক্রেনের লুডমিলা কিচেনক এবং নাদিয়া কিচেনকের বিরুদ্ধে নেমেছিল সানিয়া-অঙ্কিতা জুটি। নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রেখেই প্রথম সেট ৬-০ গেমে জিতে নেন তাঁরা। প্রথম থেকেই সানিয়া এবং অঙ্কিতাকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল।

একই ছন্দ বজায় ছিল দ্বিতীয় সেটেও। একসময় সানিয়ারা ৫-৩ গেমে এগিয়ে যান। সেখান থেকে আচমকাই ঘুরে দাঁড়ায় কিচেনক জুটি। ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে একটিও পয়েন্ট পাননি সানিয়ারা। টাইব্রেকারে ৭-০ জিতে ম্যাচ ১-১ করে দেয় কিচেনক জুটি।

নিয়ম মতো তৃতীয় সেট হওয়ার কথা ছিল টাইব্রেকারের নিয়মেই। সেখানে ১০-৮ পয়েন্টে সানিয়াদের হরিয়ে দেয় কিচেনক জুটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen