আইনি জটিলতা কাটলেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবেন সানিয়া-শোয়েব?

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে এবার আবার চমকে দেওয়ার মতো খবর

November 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে এবার আবার চমকে দেওয়ার মতো খবর। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করতে পারেন এই তারকা দম্পতি। কিছু আইনি জটিলতার সমাধানের পরই হতে পারে এই ঘোষণা, এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ । রিপোর্ট সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা।

শুক্রবার ইনস্টাগ্রামে লাল টিশার্ট এবং কালো ট্রাউজার পড়া নিজের একটি ছবি পোস্ট করেছেন সানিয়া। ছবির ক্যাপশনে শুধু দু’টি গাছ এবং একটি হৃদয়ের ‘ইমোজি’ দিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত সানিয়া বা শোয়েব কেউই বিচ্ছেদ জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেনননি। সানিয়ার বিবাহবিচ্ছেদের জল্পনা বেড়েছিল কিছুদিন আগে যখন ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য।’

২০১০ সালে সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ে হয়। । দু’জনের একটি চার বছরের ছেলে রয়েছে যার নাম ইজহান মির্জা মালিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen