#Boycott ছাপিয়ে পাঠানে ভর করে ঘুরে দাঁড়ালো বলিউড! কী বলছেন শাহিদ, সঞ্জয়রা?

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। ইতিমধ্যে দেশে-বিদেশে চরম সফলতা পেয়েছে পাঠান।

February 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। ইতিমধ্যে দেশে-বিদেশে চরম সফলতা পেয়েছে পাঠান। গোটা বিশ্বে বন্দিত হচ্ছেন শাহরুখ। কিং খান প্রেমীরা বলছেন, চার বছর পর রাজকীয়ভাবে ফিরলেন বলি-বাদশা। ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে পাঠান। কয়েক বছর ধরেই দক্ষিণী ছবি বলে বলে গোল দিয়েছে বলিউডকে, সেখানেই পাঠান উলোট-পুরাণ। ভারতীয় ছবি হিসেবে আয়ের নিরিখে একের পর এক নজির ভেঙে ফেলছে পাঠান। এক সপ্তাহে প্রায় ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে পাঠান। হিন্দি সিনেমার জগতে এবং শাহরুখের জীবনের অন্যতম ছবি হিসেবে গণ্য হতে আরম্ভ করেছে পাঠান। এই ছবিই বলিউডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করল, পাঠানের মাধ্যমেই আত্মবিশ্বাস ফিরে পেল বলিউড। এমনটাই বলছেন বলিপাড়ার আরেক অভিনেতা শাহিদ কাপুর।

বলিউডের বড় বাজেটের ছবিগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছিল বক্স অফিসে। শাহিদের ছবিও ব্যাতিক্রম নয়। কিন্তু পাঠান এসেই পাল্টে দিল গোটা চিত্র। এক সাক্ষাৎকারে পাঠানের সাফল্য সম্পর্কে শাহিদ বলেন, শাহরুখকে তিনি কেবল একটিই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আর সেটি হল শাহরুখ কবে পাঠানের সাকসেস পার্টি দেবেন? অধীর আগ্রহে বলিউড তার অপেক্ষা করছে। শাহিদ বলেন, লাগাতার ব্যর্থতায় বলিউডের অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। পাঠানের সাফল্য হল আত্মবিশ্বাসের ফলশ্রুতি। কাজ, পরিশ্রমের মাধম্যেই পাঠান জিতে নিল হিন্দি ছবির হৃত আসন। অন্যদিকে, বলিপাড়ার আরেক সুপারস্টার সঞ্জয় দত্ত-ও পাঠানের সাফল্যে ছবির অভিনেতা, অভিনেত্রী ও প্রযোজক, পরিচালককে কুর্নিশ জানিয়েছেন। সঞ্জয় টুইটে লিখছেন, পাঠানের সাফল্যে উৎসবের আয়োজন করা উচিত। পাঠান দর্শকদের ফের হল মুখী করেছে। পাঠানের গোটা টিমকে পরিশ্রম ও সাফল্যের জন্যে অভিনন্দন জানিয়েছেন সঞ্জয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen