নবপত্রিকা নিমজ্জনের মাধ্যমে শুরু সপ্তমী, শুভেচ্ছা জানালেন অভিষেক

September 29, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৫০: দুর্গাষষ্ঠীর অবসান ঘটিয়ে যখন নবপত্রিকা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল দেবীপক্ষের সপ্তমী, তখন ভক্তির আবহে ভেসে উঠল রাজনীতি-ও। তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক্স-এ লিখলেন, “নবপত্রিকা নিমজ্জনের মধ্য দিয়ে মা দুর্গার ঐশ্বরিক আবির্ভাবকে স্বাগত জানাই। এই দিন আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখে, নবায়ন ও জয়ের চিরন্তন বার্তা স্মরণ করিয়ে দেয়।”

তিনি আরও যোগ করেন, “বাংলার পথে-পথে যখন ভক্তি ও আলোয় ভরে উঠছে, আসুন আমরা প্রতিজ্ঞা করি, করুণা বজায় রাখব, দুর্বলদের রক্ষা করব এবং ন্যায়ের জন্য লড়ব। কারণ এ গুণাবলিই মাতৃশক্তির আসল প্রতীক।”

সপ্তমীর দিন ভোরেই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান ও পুজো দিয়ে দুর্গোৎসবের মূল পর্ব শুরু হয়। এই আচার বাংলার নাগরিক সংস্কৃতির অঙ্গ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে ভক্তি ও মানবিকতার মিশ্রণ স্পষ্ট। তাঁর আহ্বান – মা দুর্গার আরাধনার সঙ্গে-সঙ্গে সমাজে সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠার পথেই যেন এগিয়ে চলে বাঙালি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কেবল ভক্তিমূলক নয়, বাংলার মানুষের কাছে রাজনৈতিক ও নৈতিক দিশা দেখানোরও প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen